এক দিনেই ‘হাওয়া’ ৪৫ বিলিয়ন ডলার, হিন্ডেনবার্গের পরও এত পড়েনি আদানির শেয়ার
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ জুন ২০২৪, ১০:৩৯
ভারতের আদানি গোষ্ঠীর শেয়ারের দাম সোমবার হু হু করে বেড়েছে। এর আগে শুক্রবারও আদানি গোষ্ঠীর সব শেয়ারই ঊর্ধ্বমুখী ছিল। এই আবহে গৌতম আদানি ফের একবার ভারতের ধনীতম ব্যক্তি হয়েছিলেন। তবে মঙ্গলবারে আদানি গোষ্ঠীর সব শেয়ারেই বিশাল ধস নামে। এত বড় ধস হিন্ডেনবার্গ কাণ্ডের পরও নামেনি।
মঙ্গলাবারে আদানি টোটাল গ্যাসের শেয়ারের দাম ১৮.৫৩ শতাংশ পড়ে গিয়ে ৯১২ টাকায় গিয়ে ঠেকেছিল। এর আগে গতকাল বাজারের লেনদেন শেষ হওয়ার সময় আদানি টোটাল গ্যাসের শেয়ারের দাম ছিল ১১১৯.৮৫ টাকা। এদিকে আদানি গ্রিন এনার্জি লিমিটেডের শেয়ার দরে ধস নামে প্রায় ১৯.৪৩ শতাংশের। এর জেরে এই সংস্থার শেয়ার দর নেমে হয় ১৬৪১.৯৫ টাকা।
আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম প্রায় ১৯.০৭ শতাংশ পড়ে লোয়ার প্রায় সার্কিট ছুঁয়ে যায়। এর জেরে আদানি এন্টারপ্রাইজের শেয়ার দর গিয়ে ঠেকে ২৯৫০ টাকায়। এদিকে আদানি পোর্টও লোয়ার সার্কিট ছুঁয়ে ১২৪৫ টাকায় ঠেকেছে। সব মিলিয়ে আদানির সব সংস্থার শেয়ারগুলোর দাম ৪৫ বিলিয়ন ডলার নেমেছে। হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ্যে আসার পরও আদানি গ্রুপের শেয়ারের দাম এত পড়েনি।
এদিকে গতকাল আদানি এনার্জি সলিউশনস এবং আদানি পাওয়ারের শেয়ারের দাম যথাক্রমে ২০ শতাংশ এবং ১৭.৫৫ শতাংশ পড়ে যায়। এদিকে আদানির মালিকানাধীন এনডিটিভির শেয়ারের দাম ১৯.২৫ শতাংশ কমেছে। আদানি উইলমার এবং অম্বুজা সিমেন্টের শেয়ারের দাম যথাক্রমে কমে ৯.৯৯ এবং ১৬.১০ শতাংশ এবং এসিসি সিমেন্টের দাম কমে ১৫.০১ শতাংশ।
ভারতে লোকসভা নির্বাচনে ১৯ এপ্রিল থেকে ১ জুন, ৭ দফায় ভোট হয়। গতকাল মঙ্গলবার (৪ জুন) ফল ঘোষণা করা হয়। এ ঘোষণায় বিজেপির নেতৃত্বাধীন জোট জয়ী হলেও তাদের কাঙ্ক্ষিত ফলাফল না মেলায় শেয়ারের এ ভরাডুবি হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা