১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সরকার গঠনের চেষ্টা কংগ্রেসের, এক ফোনে ক্ষমতা নিশ্চিত করলেন মোদি!

এগিয়ে রয়েছে বিজেপি - ছবি : এএফপি

২০১৪ এবং ২০১৯ সালে একক শক্তিতেই সরকার গঠন করতে পেরেছিল বিজেপি। তবে ২০২৪ সালে সংখ্যাগরিষ্ঠতার থেকে বহু আসন পিছনেই থেকে যাচ্ছে নরেন্দ্র মোদির দল।

৫৪৩ আসনের লোকসভায় যেখানে ম্যাজিক ফিগার ২৭২, সেখানে বিজেপি বেলা দেড়টা নাগাদ এগিয়ে প্রায় ২৪০টি আসনে। অর্থাৎ, সংখ্যাগরিষ্ঠতা থেকে ৩২টি আসন পিছনে। এরই মাঝে ‘কিংমেকার’-এর খোঁজে নেমেছে বিজেপি।

এমন প্রেক্ষাপটে অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী তেলেগু দেশম পার্টির (টিডিপি) চন্দ্রবাবু নাইডুকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

পাঁচবছর আগে জাতীয় রাজনীতিতে প্রায় অপ্রাসঙ্গিক হয়ে পড়েছিলেন নাইডু। তবে এই নির্বাচনে ফের ঘুরে দাঁড়িয়েছেন তিনি।

চন্দ্রবাবু নাইড়ুর টিডিপির সাথে এবারে বিজেপি এবং পবন কল্যাণের জনসেনা জোট করে নির্বাচনী ময়দানে নেমেছিল। লোকসভার পাশাপাশি অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে। সেখানে ক্ষমতাসীন ওয়াইএসআর কংগ্রেস পার্টি প্রায় মুছে গেছে।

১৭৫ আসনের বিধানসভা ভোটে টিডিপি এগিয়ে ১৩২টি আসনে, জনসেনা এগিয়ে ২০ আসনে, বিজেপি ৭ আসনে। আর ওয়াইএসআর কংগ্রেস পার্টি এগিয়ে মাত্র ১৬ আসনে।

এদিকে, অন্ধ্রপ্রদেশের লোকসভা ভোটেও টিডিপি এগিয়ে ১৬ আসনে, বিজেপি এগিয়ে ৩ আসনে, জোটসঙ্গী জনসেনা এগিয়ে ২ আসনে। এই অবস্থায় টিডিপিকে কাছে টানার চেষ্টা করছে কংগ্রেস। তবে মোদি আর অমিত শাহ ফোন করেন টিডিপি প্রধান চন্দ্রবাবুকে। সূত্রের খবর অনুযায়ী, বিজেপি জোট এনডিএ’তেই থাকবে টিডিপি।

দুপুর পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিজেপি এগিয়ে বা জয়ী ২৪০টি আসনে, জনতা দল ইউনাইটেড এগিয়ে ১৫টি আসনে, টিডিপি এগিয়ে ১৬টি আসনে। এলজেপি এগিয়ে ৫টি আসনে, শিবসেনা (একনাথ শিন্ডে) এগিয়ে ৫ আসনে, জনতা দল সেকুলার এগিয়ে ২ আসনে, জনসেনা এগিয়ে ২ আসনে। ফলে জোটসঙ্গীদের সাথে নিয়েই সরকার গঠন করতে হবে বিজেপিকে।

তবে, এখান থেকেই জোট ভাঙিয়ে সরকার গঠনের চেষ্টা করবে কংগ্রেস। সেই প্রচেষ্টাও ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। তবে চন্দ্রবাবুকে নিজেদের দিকে রেখে আপাতত সরকার গঠনের বিষয়টি নিশ্চিত করতে চাইছে গেরুয়া শিবির। এই পরিস্থিতি চন্দ্রবাবুর সাথে ফোনে কথা হয় নরেন্দ্র মোদির। পরে অমিত শাহও ফোন করেন অন্ধ্রের ‘ভবিষ্যত মুখ্যমন্ত্রী’কে।

সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল