গত নির্বাচনের ৯ আসনে হারলো বিজেপি
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ জুন ২০২৪, ১৬:২৩
গত নির্বাচনে জেতা ৯টি আসন হারিয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। আর হেরে যাওয়া ১০ আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার (৪ জুন) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপি এবার ২০১৯ সালে জেতা নয়টি আসনে পিছিয়ে আছে। অপরদিকে, পাঁচ বছর আগে হেরে যাওয়া ১০টি আসনে ২০২৪ সালে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। তবে ২০১৯ সালে তৃণমূলের জেতা দু’টি আসনে (তমলুক এবং কাঁথি) নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গের ৩০টি আসনে এগিয়ে আছে মমতা ব্যানার্জির দল। ১১টি আসনে এগিয়ে আছে বিজেপি। কংগ্রেস এগিয়ে আছে একটি আসনে। যেখানে পাঁচ বছর আগে ১৮টি আসনে জিতেছিল বিজেপি। তৃণমূল জিতেছিল ২২টি আসনে। আর কংগ্রেসের ঝুলিতে দু’টি আসন গিয়েছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা