ভারতের লোকসভা নির্বাচন : সংক্ষিপ্ত বিবরণ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ জুন ২০২৪, ১৪:৫৬
বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন ভারতে ভোট গণনা শুরু হয়েছে স্থানীয় সময় সকাল ৮টা থেকে (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা)।
এই পুরো প্রক্রিয়ায় দেড় কোটি নির্বাচনি কর্মী, নিরাপত্তা কর্মী ও ৬৮ হাজার মনিটরিং টিম বা পর্যবেক্ষক দল কাজ করছে।
ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার সদস্য নির্বাচন করতে কোটি কোটি ভারতীয় সাতটি ধাপে ছয় সপ্তাহ ধরে অর্থাৎ ১৯ এপ্রিল থেকে ১ জুনের মধ্যে ভোট দিয়েছে।
ভোটার সংখ্যা প্রায় ৯৭ কোটি হলেও, ভোট পড়েছে ৬৪ কোটির বেশি। অর্থাৎ ভোট পড়ার হার গড়ে ৫৮ দশমিক ৫৮ শতাংশ।
লোকসভা নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হলো বিজেপি-নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) এবং বিরোধী ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া)
প্রাথমিক ফলাফল থেকে দেখা গেছে- নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে।
বেশিরভাগ বুথ ফেরত জরিপ বলছে, মোদি সহজ জয় পাবেন, আর এমনটা হলে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসবেন মোদি। যেমনটা দেশটির ইতিহাসে কেবল জওহরলাল নেহেরু'র ক্ষেত্রে হয়েছিল।
তবে, বিরোধী ইন্ডিয়া জোট প্রত্যাশার চেয়ে ভালো পারফর্ম করছে এবং এগিয়ে যাচ্ছে
সরকার গঠনের জন্য ৫৪৩ সদস্যের পার্লামেন্টে একটি দল বা জোটকে ২৭২টি আসন জিততে হবে।
আর কয়েক ঘণ্টার মধ্যেই জানা যাবে কোন দল বা জোট দেশে পরবর্তী সরকার গঠন করবে
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা