ভারতে প্রথম লোকসভা নির্বাচন হয়েছিল চার মাস ধরে
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ জুন ২০২৪, ১০:১৪
ভারতের প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৫১ সালের ২৫ অক্টোবর থেকে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ৬৮টি ধাপে।
নির্বাচনের জন্য নির্ধারিত সময় ছিল ফেব্রুয়ারি, কিন্তু হিমাচল প্রদেশের প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির পূর্বাভাস ছিল, তাই ১৯৫১ সালের অক্টোবর মাসে সেখানে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
জম্মু ও কাশ্মিরে কোনো নির্বাচন হয়নি। কংগ্রেস ৪৮৯টি আসনের মধ্যে ৩৬৪টি আসনে জয়ী হয়, সিপিআই ১৬টি আসন পেয়ে দ্বিতীয় বৃহত্তম দল হয়। বোম্বে, এখনকার মুম্বাইয়ের শহরতলি ভিখরোলির একটি কারখানায় প্রথম ব্যালট বাক্স তৈরি হয়েছিল। একেকটি ব্যালট বাক্স তৈরি করতে খরচ হয়েছিল পাঁচ আনা।
এ সময় ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন একজন বাঙালী- সুকুমার সেন।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা