প্রথম ঘণ্টায় এনডিএ জোট এগিয়ে ২৫৭, ইন্ডিয়া জোট এগিয়ে ২৩০ আসনে
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ জুন ২০২৪, ১০:০৪, আপডেট: ০৪ জুন ২০২৪, ১১:৫৮
লোকসভা নির্বাচনে ১৯ এপ্রিল থেকে ১ জুন, ৭ দফায় ভোট হয়েছে ভারতে। আজ ৪ জুন ফল ঘোষণা। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। গণনা হবে তিন দফায়। প্রথমে গণনা চলছে পোস্টাল ব্যালটে, তারপর ইভিএম এবং সব শেষে গণনা হবে ভিভি প্যাটের।
ভোট গণনার একপর্যায়ে ৮টা ৪০ মিনিটে দেখা যায়, বিজেপি নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন জোট এনডিএ এগিয়ে ২৩৫ আসনে, আর বিরোধী ‘ইন্ডিয়া’ জোট ১২৫ আসনে এগিয়ে।
এদিকে মুহূর্তে মুহূর্তে বদলাচ্ছে পরিস্থিতি। সকাল ৮টা ৫৬ মিনিটে দেখা যায়, গণনায় এনডিএ জোট এগিয়ে ২৬০ আসনে, ইন্ডিয়া জোট এগিয়ে ১৮০ আসনে। পশ্চিমবঙ্গে ১৩ আসনে এগিয়ে তৃণমূল, বিজেপি এগিয়ে ১৭ আসনে।
আবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে গণনার একঘন্টা পর দেখা যায়, এনডিএ জোট এগিয়ে ২৫৭ আসনে, ইন্ডিয়া জোট এগিয়ে ২৩০ আসনে। পশ্চিমবঙ্গে তৃণমূল এগিয়ে ১৫ আসনে, বিজেপি এগিয়ে ২০ আসনে।
ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার মোট আসন ৫৪৩টি। এবার নির্বাচন হয়েছে ৫৪২টি আসনে। সরকার গঠন করার জন্য প্রয়োজন ২৭২টি আসনের।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা