নির্বাচনে ভালো অবস্থানে ইউসুফ পাঠান, যে ইঙ্গিত দিচ্ছে বুথফেরত জরিপ
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ জুন ২০২৪, ২৩:৫৪
পশ্চিমবঙ্গের বহরমপুর লোকসভা কেন্দ্রে হেরে যেতে পারেন প্রদেশের কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ইন্ডিয়া টুডে এবং মাই অ্যাক্সস ইন্ডিয়ার বুথফেরত জরিপ বলছে, নিজের ‘গড়’ বহরমপুর থেকে কিছুটা পিছিয়ে আছেন তিনি। বরং সেই লোকসভা কেন্দ্রে জয়ের দিকে কিছুটা এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান। যে কেন্দ্রে বিজেপির টিকিটে লড়েছেন নির্মলকুমার সাহা।
তবে বুথফেরত জরিপের ফলাফল যে সবসময় ঠিক হবে, সেরকম কোনো নিশ্চয়তা নেই। অনেক সময়ই এক্সিট পোলে যা বলা হয়, তার ঠিক উল্টো হয় আসল ফলাফল।
আর ইন্ডিয়া টুডে এবং মাই অ্যাক্সস ইন্ডিয়ার বুথফেরত সমীক্ষায় জানানো হয়েছে যে- বহরমপুর কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে কিছুটা এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী ইউসুফ।
যদি শেষপর্যন্ত সেটাই হয়, তাহলে তৃণমূলের দীর্ঘদিনের চেষ্টা সফল হবে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে অধীরের এককালীন ‘ডানহাত’ অপূর্ব সরকারকে (ডেভিড) নামিয়ে বাজিমাত করার চেষ্টা করেছিল তৃণমূল।
অবশ্য অপূর্ব না জিতলেও একেবারে হাসতে-হাসতে জিততে পারেননি অধীর। চারটি বিধানসভায় পিছিয়ে ছিলেন। ভরতপুরে পিছিয়ে ছিলেন ৭,৬৮৯ ভোটে। রেজিনগরে তার থেকে ৩৫,৩৮২ ভোটে এগিয়ে ছিলেন তৃণমূলের প্রার্থী। বেলডাঙায় অপূর্বের লিড ছিল ৩,০৮৮। নওদায় ২,৮৮০ ভোটে পিছিয়ে ছিলেন অধীর।
সূত্র : হিন্দুস্তান টাইমস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা