১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চীন সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

- ছবি : জিও নিউজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পাঁচ দিনের সফরে চীন যাচ্ছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে এই সফর করবেন তিনি।

শুক্রবার (৩১ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বেইজিংয়ে প্রেসিডেন্ট শি’র সাথে দেখা করবেন। একইসাথে প্রধানমন্ত্রী লি’র সাথে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। এছাড়াও চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজি এবং গুরুত্বপূর্ণ দফতর প্রধানদের সাথেও বৈঠক করার কথা রয়েছে।

জিও নিউজ জানিয়েছে, শাহবাজের এই সফর পাকিস্তান-চীন বন্ধুত্বের বহিঃপ্রকাশ। এ সময় তিনি চীনের অর্থনৈতিক ও কৃষি অঞ্চল পরিদর্শন করবেন। এছাড়া পাকিস্তান-চীন বিজনেস ফোরামে ভাষণ দেবেন। সফরের গুরুত্বপূর্ণ দিক হবে তেল, গ্যাস, জ্বালানি, আইসিটি এবং উদীয়মান প্রযুক্তি নিয়ে শীর্ষস্থানীয় চীনা সংস্থাগুলোর সাথে বৈঠক করা।

সূত্র : জিও নিউজ


আরো সংবাদ



premium cement