ভারতের অ্যান্টি ব়্যাডিয়েশন মিসাইল রুদ্রমের সফল পরীক্ষা
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ মে ২০২৪, ০৬:২৮
অ্যান্টি ব়্যাডিয়েশন সুপারসনিক মিসাইল রুদ্রম ২-এর সফল উৎক্ষেণ সম্পন্ন করেছে ভারত। ভারতের প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র ডিআরডিওর তরফে এই সুপারসনিক মিসাইলের সফল পরীক্ষা বুধবার হয়। এদিন সুখোই ৩০এমকেআই যুদ্ধবিমান থেকে মিসাইল নিক্ষেপ করা হয়।
ভারতের মাটিতে তৈরি প্রথম অ্যান্টি ব়্যাডিয়েশন মিসাইল রুদ্রম ২ নিজের সমস্ত লক্ষ্য ভেদের মাপদণ্ড পূরণ করেছে বলে জানানো হয়েছে। নির্দিষ্ট লক্ষ্যে আছড়ে পড়া, এর নিয়ন্ত্রণ ক্ষমতা, প্রপালশন সিস্টেমসহ বিভিন্ন দিক কার্যত লক্ষ্যমাত্রা পূরণ করেছে। মূলত, নজরদারি-মূলক ভূমিতে থাকা শত্রুর ব়্যাডারকে গুঁড়িয়ে দিতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। এছাড়াও বিপক্ষের সংযোগকারী বিভিন্ন স্টেশনেও আছড়ে পড়ার ক্ষমতা রাখে এই ক্ষেপণাস্ত্র।
উল্লেখ্য, রুদ্রম-১ এর পরীক্ষামূলক উৎক্ষেপণ আগেই করা হয়েছিল। ওই ঘটনার চার বছর পর এল রুদ্রম ২। এর আগে, ওড়িশার চাঁদিপুর থেকে রুদ্ম ১-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছিল। ডিআরডিও বলছে, শত্রু শিবিরের যাবতীয় প্রতিরক্ষার বেড়াজাল কাটিয়ে রুদ্রম রাডার, ট্র্যাকিং ও শত্রুর যোগযোগ ব্যবস্থা ছিন্ন করে দিতে পারে।
এটি ১০০ কিলোমিটারেরও বেশি পরিসর থেকে শত্রুর রেডিও ফ্রিকোয়েন্সি এবং রাডার থেকে সংকেত নিতে পারে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা