১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাকিস্তানের সিন্ধুপ্রদেশে তাপমাত্রা ৫২ ডিগ্রি!‌

পাকিস্তানের সিন্ধুপ্রদেশে তাপমাত্রা ৫২ ডিগ্রি!‌ - ফাইল ছবি

পাকিস্তানের সিন্ধুপ্রদেশে তাপমাত্রা ছাড়াল ৫২ ডিগ্রি। এটি চলতি গ্রীষ্মে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে।

পাকিস্তানের আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার সিন্ধুপ্রদেশের মহেঞ্জোদারোতে তাপমাত্রা ৫২.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে। মহেঞ্জোদারো একটি ছোট শহর। গ্রীষ্মে এই শহরে ভয়াবহ গরম দেখা যায়। তবে এই মরশুমে সর্বোচ্চ তাপমাত্রা আগের বছরের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। তীব্র তাপপ্রবাহের কারণে শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে।

এর আগে ২০১৭ সালে বেলুচিস্তান প্রদেশের তুরবাত শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৫৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। যদিও পাকিস্তান হাওয়া অফিস জানিয়েছে, ‘মহেঞ্জোদারোর তাপমাত্রা দু’‌-এক দিনের মধ্যেই কিছুটা কমতে পারে। তবে করাচি ও সিন্ধুপ্রদেশের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছে পাকিস্তান আবহাওয়া দফতর।
সূত্র : আজকাল


আরো সংবাদ



premium cement