দিল্লিতে শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডে ৭ মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ মে ২০২৪, ২১:৩৯
ভারতের রাজধানী দিল্লিতে একটি শিশু হাসপাতালে আগুন লেগেছে। এতে সাত সাত নবজাতকের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১১টা ৩২ মিনিটে পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকার ওই হাসপাতালে এ ঘটনা ঘটে।
দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার রাত ১১টা ৩২ মিনিটে ওই হাসপাতালে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। সেখান থেকে ১২ নবজাতককে উদ্ধার করে দ্রুত অন্য হাসপাতালে নেয়া হয়। সেখানে সাত শিশুর মৃত্যু হয়।
তবে আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি বলে জানিয়েছে দিল্লি ফায়ার সার্ভিস।
এদিকে, শনিবার রাতে দিল্লির শাহদারা এলাকায় একটি আবাসিক ভবনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে থেকে ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা