১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাজস্থানে তাপমাত্রা ৫০ ডিগ্রি, গরমে মৃত্যু ১২

রাজস্থানে তাপমাত্রা ৫০ ডিগ্রি, গরমে মৃত্যু ১২ - সংগৃহীত

আর মাত্র এক ডিগ্রি পার হলেই গরমের আগের সব রেকর্ড ভেঙে দেবে ভারতের রাজস্থান। ইতোমধ্যেই ৫০ ডিগ্রি সেলসিয়াসে পুড়ছে পশ্চিমের ওই রাজ্য। ফালোদিতে জেলায় শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫০ ডিগ্রি। আর এক ডিগ্রি পার হলেই ২০১৬ সালের রেকর্ড ভেঙে ফেলবে ওই জেলা।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ওই বছরে ওই জেলাতেই তাপমাত্রা ছুঁয়েছিল ৫১ ডিগ্রি। ২০১৯ সালের ১ জুন চুরুতে তাপমাত্রা ছিল ৫০ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। ১৯৫৬ সালের ১০ এপ্রিল অলওয়ারের তাপমাত্রা ছিল ৫০ দশমিক ছয় ডিগ্রি।

অন্য দিকে, ১৯৯৫ সালের ৩ জুন ঢোলপুরের তাপমাত্রা ছিল ৫০ ডিগ্রি সেলসিয়াস। ১৯৩৪ সালের ১৪ জুন শ্রীগঙ্গানগরের তাপমাত্রাও ৫০ ছুঁয়েছিল। তারপর আবার ২০২৪ সালে আবার ৫০-তে পৌঁছায় তাপমাত্রা। শুধু ফালোদিই নয়, রাজ্যের বেশিভাগ জেলায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। ১৩টি জেলায় ইতোমধ্যেই চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। ইতোমধ্যেই ওই রাজ্যে গরমে মৃত্যু হয়েছে ১২ জনের।

আবহাওয়া অফিস জানায়, অলওয়ার, বরণ, কোটা, বারমের, বিকানের, জালোর, চুরু, হনুমানগড়, জোধপুর, পালি, নাগৌর, শ্রীগঙ্গানগর এবং জয়সলমেরে অতিতীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। শনিবার ফালোদির পরই ছিল জয়সলমের এবং বারমের। এই দুই জায়গায় তাপমাত্রা ছিল ৪৮ ডিগ্রি সেলসিয়াস। চুরু এবং বিকানেরে ছিল ৪৭ ডিগ্রি।

অন্য দিকে, মধ্যপ্রদেশেও বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়ে গেছে। খরগোন, রতলম, রাজগড় এবং খান্ডোয়ায় তাপপ্রবাহ চলছে। দিল্লিতে শনিবার ছিল ৪৭ ডিগ্রি সেলসিয়াস। উত্তর-পূর্ব ভারতের কোনো কোনো রাজ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। উত্তর ভারতের পঞ্জাহ এবং হরিয়ানাতেও তীব্র তাপপ্রবাহের চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। আগামী তিন দিন ধরে এই পরিস্থিতি বজায় থাকতে পারে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
‘আপত্তিকর ভাষা’ ব্যবহারে শাস্তি পেলেন জোসেফ শ্রীমঙ্গলে হত্যা মামলায় প্রেমিক গ্রেফতার জামায়াত নেতা কাজী ফজলুল করিমের মৃত্যুতে ড. রেজাউল করিমের শোক প্রকাশ বাংলাদেশের স্বার্থ রক্ষায় দেশের মানুষকে সাথে নিয়ে মাঠে থাকব : মুন্না আমতলীতে ব্যবসায়ীকে আত্মহত্যার প্ররোচনায় জড়িতদের বিচার দাবি সিরিয়া নিয়ে আশা ও শঙ্কা ইসরাইলের সিরিয়ায় বাশারের পতনে ইসরাইল কতটুকু লাভবান অস্ত্র ব্যবহার করতে পারবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ৫৭৯ কর্মকর্তা লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহত ৫ এ দেশে রাজনীতি করতে হলে জনগণের সেবক হয়েই রাজনীতি করতে হবে : সেলিম উদ্দিন এখন সময় শান্তি ও স্থিতিশীলতার : অন্তর্বর্তী প্রধানমন্ত্রী

সকল