১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাজকোটে গেমিং জোনে আগুন, নিহত ২০

রাজকোটে গেমিং জোনে আগুন, নিহত ২০ - ছবি : ডয়চে ভেলে

গুজরাটের রাজকোটে একটি গেমিং জোনে আগুন লেগে অন্ততপক্ষে ২০ জন নিহত হয়েছে।

শনিবার (২৫ মে) সন্ধ্যায় এই আগুন লাগে। তখন প্রচুর মানুষ ওই গেমিং জোনে ছিলেন। বেশ কিছু শিশু ও কিশোর ওখানে ছিল।

রাজকোটের পুলিশ কমিশনার রাজু ভার্গভ বলেছেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে। উদ্ধারকাজ চলছে। যত বেশি সম্ভব লাশ উদ্ধার করার চেষ্টা চলছে। এখনেো পর্যন্ত ২০টি লাশ উদ্ধার করা হয়েছে।’

ভার্গভ জানিয়েছেন, ‘ওই গেমিং জোনের মালিকের নাম হলো যুবরাজ সিং সোলাঙ্কি। তার বিরুদ্ধে অভিয়োগ করা হয়েছে।’

পুলিশ কমিশনার বলেছেন, ‘আগুনের কারণ জানা যায়নি। অনেকগুলো দমকল ইঞ্জিন ঘটনাস্থলে গেছে। এই ধরনের আগুন প্রতিরোধের জন্য কী ব্যবস্থা নেয়া উচিত, তা নিয়ে আমরা পরে দমকল কর্তাদের সাথে আলোচনা করব।’

রাজকোটের কালেক্টর প্রভাব জোশী জানিয়েছেন, ‘সাড়ে চারটার সময় আমরা প্রথমে আগুন লাগার খবর পাই। গেমিং জোনের অস্থায়ী কাঠামো ভেঙে পড়ে। দুই ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ধ্বংসস্তূপ সরানো হচ্ছে। আমরা মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ রাখছি।’

মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল সামাজিক মাধ্যমে পোস্ট করে বলেছেন, পুরসভা ও প্রশাসনকে অবিলম্বে উদ্ধার ও ত্রাণের কাজ করতে বলা হয়। আহতদের চিকিৎসার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিতে বলা হয়েছে। লাশের পরিবারকে চার লাখ ও আহতদের এক লাখ টাকা দেয়া হবে।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রীকে ফোন করে ঘটনা সম্পর্কে জানতে চান এবং শোকপ্রকাশ করেন।

সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement