ভারতের লক্ষ্যপূরণের আগে সৃষ্টিকর্তা আমাকে ফিরিয়ে নেবেন না : মোদি
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ মে ২০২৪, ১৫:৪৫
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেই দাবি করেছিলেন, তার জন্ম জৈবিক প্রক্রিয়ায় নয়। তিনি পরমাত্মার প্রেরিত দূত। এবার তিনি বললেন, ২০৪৭ সালে বিকশিত ভারতের লক্ষ্যপূরণ না হওয়া পর্যন্ত পরমাত্মা তাকে ফিরিয়ে নেবেন না।
মোদি বোঝালেন, ‘বিকশিত ভারতে’র লক্ষ্যপূরণের উদ্দেশ্যে তার পৃথিবীতে আগমন।
দিন কয়েক আগে এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী দাবি করেন, ‘আমি নিশ্চিত হয়েছি যে আমাকে পরমাত্মা পাঠিয়েছেন। এত শক্তি আমি কোনো জৈবিক প্রক্রিয়া থেকে পাইনি। সৃষ্টিকর্তা আমাকে দিয়ে কাজ করাতে চান, সে জন্য আমাকে এই শক্তি তিনিই দিয়েছেন। আমাকে সামর্থ্যও তিনি দিয়েছেন, সদিচ্ছাও তিনি দিয়েছেন, প্রেরণাও তিনিই দিচ্ছেন।’
অপর এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মোদির দাবি, সৃষ্টিকর্তা তাকে ২০৪৭-এ বিকশিত ভারতের লক্ষ্য পূরণের জন্য পাঠিয়েছেন।
শুধু তাই নয়, তিনি আরো বলেন করেন, ‘আমার পূর্ণ বিশ্বাস, যত দিন না সেই লক্ষ্য পূরণ হচ্ছে, আমাকে পরমাত্মা ফিরিয়ে নেবেন না।’
বস্তুত ভারতের প্রধানমন্ত্রী বোঝাতে চাইলেন, ২০৪৭ পর্যন্ত সৃষ্টিকর্তার ইচ্ছায় তিনিই প্রধানমন্ত্রী থাকবেন।
২০৪৭ সালে তার বয়স হবে ৯৬ বছর।
এদিকে প্রধানমন্ত্রীর এই ‘পরমাত্মা’ দাবি নিয়ে তাকে কটাক্ষ করতে ছাড়েননি কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, ‘এসব হাস্যকর কথা। আমাকে যদি কেউ এমন বলত তাহলে বলতাম, এসব বাইরে কাউকে বলো না। লোকে হাসবে।’
রাহুলের প্রশ্ন, ‘যাকে পরমাত্মা পাঠিয়েছেন, তিনি করোনার সময় যখন গঙ্গায় লাশ ভাসছিল, হাসপাতালের সামনে লাশ জমছিল, তখন তিনি থালা বাজাতে বলছিলেন কেন! যাকে পরমাত্মা পাঠিয়েছেন, তিনি বলেছিলেন, মোবাইল ফোনের আলো জ্বালাও।’
সূত্র : সংবাদ প্রতিদিন
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা