‘বাবে কাবা’ নামের উপহারের দামি কলমটি তোষাখানায় দিলেন পাকিস্তানের প্রধান বিচারপতি
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ মে ২০২৪, ২২:২৩
‘রাবেতায়ে আলমে ইসলামী’র সেক্রেটারি শেখ মুহাম্মদ বিন করীম ঈসার তরফ থেকে থেকে পাওয়া ‘বাবে কাবা’ নামের একটি দামি কলম রাষ্ট্রীয় তোষাখানায় জমা দিয়েছেন পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ।
সোমবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, শেখ মুহাম্মদ বিন করীম ঈসা পাকিস্তানের প্রধান বিচারপতিকে ওই কলমটি উপহার স্বরূপ দিয়েছিলেন।
মূল্যবান কলমটিকে সুপ্রিম কোর্টের মিউজিয়ামে রাখার জন্য পাকিস্তানের মন্ত্রী পরিষদে একটি চিঠি দিয়েছিলেন প্রধান বিচারপতি। এরপর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অনুমতি নিয়ে মন্ত্রী পরিষদ কলমটিকে সুপ্রিম কোর্টের মিউজিয়ামে রাখার অনুমতি দেয়।
উল্লেখ্য, গত ৮ এ এপ্রিল ‘রাবেতায়ে আলমে ইসলামী’র সেক্রেটারি শেখ মুহাম্মদ বিন করীম ঈসা পাকিস্তানের প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেছিলেন। তখন তিনি বিচারপতি কাজী ফয়েজকে মূল্যবান উপহারটি প্রদান করেন।
-জিও নিউজ অবলম্বনে ইমাম হুসাইন
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা