ভারতের হরিয়ানায় বাসে আগুন লেগে নিহত ৯
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ মে ২০২৪, ১৮:৩৩
উত্তর ভারতের হরিয়ানা রাজ্যে শনিবার একটি বাসে আগুন লেগে ৬ নারীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এতে আরো ১৫ জন অগ্নিদগ্ধ হয়েছে। বাসটিতে ৬০ জন যাত্রী ছিল বলে জানিয়েছে পুলিশ।
পাশের পাঞ্জাব রাজ্য থেকে নারী ও শিশুসহ হিন্দু তীর্থযাত্রীদের বহন কারী বাসটি তীর্থযাত্রা থেকে ফেরার পথে কুন্ডলি-মানেসার-পালওয়াল এক্সপ্রেসওয়ের নূহ জেলার টাউরে কাছে পৌঁছালে চলন্ত বাসটিতে আগুন ধরে যায়।
একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
পুলিশ জানায়, তীর্থযাত্রীরা যৌথভাবে একটি বাস ভাড়া করে উত্তর প্রদেশের মথুরা এবং বৃন্দাবনে বেড়াতে গিয়েছিলেন।‘দুর্ভাগ্যজনক বাসটি পাঞ্জাবে ফেরার সময় হঠাৎ আগুন ধরে যায়।’
পুলিশ কর্মকর্তা জানান, আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা