১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দুর্ঘটনায় ১৬ জন নিহত হওয়া মুম্বাইয়ের সেই বিলবোর্ডের মালিক গ্রেফতার

- ছবি : সংগৃহীত

মুম্বাইয়ে বিলবোর্ড দুর্ঘটনায় ১৬ জন নিহত হওয়ার পর ভারতীয় পুলিশ বিলবোর্ডটির মালিককে গ্রেফতার করেছে।

বিশাল বিলবোর্ডটি একটি পেট্রোল স্টেশনে ধসে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।

সোমবারের দুর্ঘটনার ধ্বংসাবশেষের নিচ থেকে আরো ৭৫ জনকে উদ্ধার করা হয়েছে।

উপকূলীয় এই মেগাসিটিতে প্রবল বৃষ্টি এবং ধুলোঝড়ের সময় বিশাল বিলবোর্ডটি ধসে পড়ে।

পুলিশ বিলবোর্ডের মালিক ভাভেশ ভিন্দের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছে। বিলবোর্ড ধসের পর মালিক মুম্বাই থেকে পালিয়ে গিয়েছিলেন।

পুলিশের যুগ্ম কমিশনার লক্ষ্মী গৌতম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে বলেন, বৃহস্পতিবার গভীর রাতে প্রায় ৮০০ কিলোমিটার উত্তরে পর্যটন শহর উদয়পুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, ‘ভিন্দেকে উদয়পুরের একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে।

‘আমাদের দলগুলো তাকে খুঁজে বের করার চেষ্টা করছিল এবং অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে খুঁজে পেয়েছে,’ বলেন তিনি।

সোমবার মুম্বাইয়ে আঘাত হানা ঝড় গাছ উপড়ে ফেলেছে। শহরের আশেপাশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হয় এবং শহরের ট্রেন নেটওয়ার্ক ব্যাহত হয়।

মুম্বাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরেও সাময়িকভাবে ফ্লাইট বাতিলের পাশাপাশি কমপক্ষে ১৫টি প্লেন ঘুরিয়ে দেয়া হয়।

এই সপ্তাহের শুরুতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মুম্বাইয়ের সমস্ত বিলবোর্ড অডিট করার নির্দেশ দিয়েছেন যাতে অন্যত্র দুর্ঘটনার পুনরাবৃত্তি না হয়।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement