১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দাঙ্গা-হাঙ্গামায় ইন্টারনেট বন্ধের নিরিখে ফের শীর্ষে ভারত

দাঙ্গা-হাঙ্গামায় ইন্টারনেট বন্ধের নিরিখে ফের শীর্ষে ভারত - ফাইল ছবি

ভারত নিজেকে শান্তিপ্রিয় দেশ হিসেবে প্রচার করে থাকে! অথচ ওই দেশের অন্দরে নিত্য অশান্তি। গোটা বিশ্বের ইন্টারনেট বন্ধের হিসাব অন্তত সেকথাই বলছে। দেখা যাচ্ছে, গোটা বিশ্বে দাঙ্গা-হাঙ্গামার জন্য ইন্টারনেট বন্ধের নিরিখে সবার উপরে রয়েছে ভারত। একবার নয় পর পর ছয়বার।

ইন্টারনেট বন্ধ-সংক্রান্ত আন্তর্জাতিক সমীক্ষক সংস্থার হিসাব বলছে. ২০২৩ সালে গোটা বিশ্বে প্রশাসনের নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল মোট ২৮৩ বার। এর মধ্যে শুধু ভারতেই ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়েছে ১১৬ বার। অর্থাৎ গোটা বিশ্বে মোট যতবার ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়েছে, তার ৪১ শতাংশ হয়েছে ভারতেই। এই নিয়ে টানা ছয়বার ইন্টারনেট পরিষেবা বন্ধে গোটা বিশ্বে শীর্ষে।

ইন্টারনেট বন্ধ-সংক্রান্ত আন্তর্জাতিক সমীক্ষক সংস্থা এক্সেস নাও গত ৬ বছরে গোটা বিশ্বে মোট ১ হাজার ৪৫৮ বার ইন্টারনেট পরিষেবা বন্ধের খবর রেকর্ড করেছে। এর মধ্যে ৭৭৩ বার ইন্টারনেট বন্ধ হয়েছে ভারতে। এতে ভারতের অর্থনীতিরও ক্ষতি হয়েছে। এ পর্যন্ত স্রেফ ইন্টারনেট বন্ধের জন্য ভারতের লোকসান হয়েছে প্রায় ১.৯ বিলিয়ন ডলার।

বস্তুত, ২০১৭ সাল থেকেই গোটা বিশ্বে ইন্টারনেট বন্ধের নিরিখে শীর্ষে ভারত। যা মোদি সরকারের জন্য একেবারেই ভালো বিজ্ঞাপন নয়। বিশেষ করে লোকসভা ভোট চলাকালীন। নিন্দুকেরা বলছেন, ইন্টারনেট বন্ধের পরিসংখ্যানই প্রমাণ করছে মোদি জমানার শেষ কয়েক বছরে দেশে অশান্তি এবং অসহিষ্ণুতা দুটিই বাড়ছে।
সূত্র : সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement