কাশ্মিরে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, নিহত ৪
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ মে ২০২৪, ১২:২৯, আপডেট: ১৫ মে ২০২৪, ১২:৫৫
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে বিদ্যুৎ ও ময়দার মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার থেকে কয়েক হাজার মানুষ প্রতিবাদ-বিক্ষোভ করে। এই সময় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে চার বিক্ষোভকারী নিহত এবং একশ’রও বেশি আহত হয়।
গত সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ৮৬ মিলিয়ন মার্কিন ডলারের ভর্তুকির ঘোষণা দেন। তারপর মঙ্গলবার থেকে বিক্ষোভকারীরা বিক্ষোভ প্রত্যাহার করে নেয়।
এ দিকে, গত সোমবার কর্তৃপক্ষ আঞ্চলিক রাজধানী মুজাফফরাবাদে রেঞ্জার নামে পরিচিত আধা-সামরিক বাহিনী মোতায়েন করেছিল।
ভিডিও ফুটেজে দেখা গেছে, উভয় পক্ষ একে অপরকে রড দিয়ে আক্রমণ করছে। আধা-সামরিক বাহিনীও বিক্ষোভকারীদের ওপর গুলি ছোড়ে এবং কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে।
কর্তৃপক্ষ জানায়, নিহত চারজনের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা।
পাকিস্তানের সম্মিলিত সামরিক হাসপাতালের একজন চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে দুইজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
সূত্র : বাসস/এএফপি