১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আজাদ কাশ্মিরে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত, আহত ৯০

উত্তাল আজাদ কাশ্মিরের দৃশ্য - ছবি : ডন

পাকিস্তানের কেন্দ্রশাসিত অঞ্চল আজাদ কাশ্মিরে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। এতে আরো ৯০ জন কর্মকর্তা নিহত হয়েছে। শনিবার (১১ মে) আজাদ কাশ্মিরের মুজাফফরাবাদ ও অন্যান্য জেলায় এ ঘটনা ঘটে।

পাকিস্তানি গণমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, কয়েক দিন আগে আজাদ কাশ্মিরের বিভিন্ন এলাকায় মূল্যস্ফীতি, উচ্চ কর আদায় এবং বিদ্যুৎ সঙ্কটের জেরে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। এতে নেতৃত্ব দেয় কাশ্মিরের আঞ্চলিক রাজনৈতিক দল জম্মু অ্যান্ড কাশ্মির জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। পরে এই বিক্ষোভ শিগগিরই স্বাধীনতাকামী বিক্ষোভে রূপ নেয়।

শুক্রবার আজাদ কাশ্মিরজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। ওই কর্মসূচি থেকে কয়েক ডজন নেতাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের মুক্তির দাবিতে কেন্দ্র শাসিত এই অঞ্চলের বিভিন্ন জেলায় শনিবার ফের তীব্র বিক্ষোভ শুরু হয়। এ সময় দফায় দফায় সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের সাথে পুলিশের।

সূত্র : ডন


আরো সংবাদ



premium cement