আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে টিটিপি : ডিজি আইএসপিআর
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ মে ২০২৪, ২২:৫২
আফগান মাটি ব্যবহার করে টিটিপি পাকিস্তানে হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের মহাপরিচালক (ডিজি আইএসপিআর) মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
মঙ্গলবার (৭ মে) তিনি রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন। খবর দি নিউজের।
টিটিপির বিরুদ্ধে আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলার অভিযোগ করে সেনাবাহিনীর এই মুখপাত্র জানান, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) দেশের বিরুদ্ধে আফগানিস্তানের মাটি ব্যবহার করার ‘অকাট্য প্রমাণ’ রয়েছে। সম্প্রতি সময়ে তা স্পষ্ট।
মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, দেশের বিশ্বাসযোগ্যতা ও বিশ্বাস রক্ষায় দেশের সংবিধান ও আইন অনুযায়ী ৯ মে দাঙ্গার অপরাধী ও সহায়তাকারীদের শাস্তি হওয়া দরকার।
তিনি আরো বলেন, ৯ মে দাঙ্গার বিষয়টি শুধুমাত্র পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সমগ্র জাতির জন্য উদ্বেগের বিষয়।
সূত্র : দি নিউজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা