পোখারা বিমানবন্দর : তদন্তে দুর্নীতি ও ত্রুটি উদঘাটিত
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ এপ্রিল ২০২৪, ০৬:০১
পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরে অনিয়ম তদন্তে আর্থিক অনিয়ম এবং নির্মাণ ত্রুটির সন্ধান পাওয়া গেছে। এ নিয়ে কমিশন ফর দি ইনভেস্টিগেশন অব অ্যাবিউজ অব অথোরিটির (সিআইএএ) তদন্ত শেষ পর্যায়ে রয়েছে।
তদন্তে বিমানবন্দরটির উন্নয়নে সিভিল এভিয়েশন অথোরিটি অব নেপাল এবং চীনা ঠিকাদার কোম্পানি সিএমসির মধ্যকার সমন্বয়ের বিষয়টিও আলোচনায় রয়েছে।
গত ২৪ মার্চ সিআইএএর ডিভিশন ৭ নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালকের কাছে ১৭টি প্রশ্ন উত্থাপন করেন। তারা এ ব্যাপারে দৃঢ় পদক্ষেপ নিতে চাচ্ছে। তারা এও জানিয়েছে যে তারা কোনো চাপের মুখে নতি স্বীকার করবে না।
চুক্তি অনুযায়ী পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরটি নির্মাণের জন্য চীনের সিএমসি ইঞ্জিনিয়ারিং কোম্পানির ২৪৪ মিলিয়ন ৪০ হাজার ৪৫০ ডলার ব্যয় করার কথা। কিন্তু তদন্তে দেখা যায়, ২০২২ সালের জুলাই পর্যন্ত মাত্র ২০ মিলিয়ন ২৩ হাজার ৩৬০ ডলার ছাড় দিয়েছে। নানা অনিয়মের দেখা পেয়ে সিআইএএ সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে।
সূত্র : খবর হাব