আদিয়ালা জেলে কুরেশির সাথে কোলাকুলি করে ঈদ উদযাপন করলেন ইমরান খান
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ এপ্রিল ২০২৪, ১৫:৫৫
জেলখানায় ঈদের নামাজ পড়লেন তেহরিকে ইনসাফ পাকিস্তানের (পিটিআই) শীর্ষ দুই নেতা ইমরান খান ও মাহমুদ কুরেশি। এ সময় তারা পরস্পরের সাথে গলা মিলিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন।
বুধবার (১০ এপ্রিল) জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কুরেশি আদিয়ালা জেলের কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন।
এই মসজিদে অনুষ্ঠিত ঈদের জামাতে কয়েদিদের পাশাপাশি পুলিশ সদস্য ও জেলখানা সংশ্লিষ্টরাও অংশ নেন।
এই মসজিদের নামাজে বিশেষ নিরাপত্তা ব্যব্স্থা গ্রহণ করে পাকিস্তান পুলিশ।
বাংলাদেশ ও ভারতের বেশিভাগ জায়গায় আগামীকাল বৃহস্পতিবার ঈদ অনুষ্ঠিত হবে। কিন্তু মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে আজ বুধবারই পাকিস্তানে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। কারণ, গতকাল দেশটির বিভিন্ন জায়গায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়।
সূত্র : জিও নিউজ