১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শীর্ষ কর্মকর্তাদের বদলি নিয়ে কেন্দ্র ও পাঞ্জাব সরকারের বিরোধ

- ছবি : দি নিউজ

শীর্ষ কর্মকর্তাদের বদলি নিয়ে কেন্দ্রীয় সরকার ও পাঞ্জাব সরকারের মাঝে বিরোধ তৈরি হয়েছে। শনিবার (৭ এপ্রিল) পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাবের প্রাদেশিক সরকার কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছেন যে কোনো সরকারি কর্মকর্তা বদলির আগে যেন প্রাদেশিক সরকারকে জানানো হয়।

এস্টাব্লিশমেন্ট ডিভিশন গত ২৯ মার্চ লাহোরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সৈয়দ নাসির আলি রিজভিকে ইসলামাবাদের ইন্সপেক্টর জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে। পরে গত ৩০ মার্চ ইসলামাবাদের সাবেক আইজি আকবর নাসির খান অব্যাহতি নেন। কিন্তু আজ নয় দিন পেরিয়ে গেলেও পাঞ্জাব সরকারের অব্যাহতি দিতে রাজি না হওয়ায় রিজভি দায়িত্ব গ্রহণ করতে পারেননি। এদিকে তার পরিবর্তে অন্তর্বর্তীকালীন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবেও কাউকে দায়িত্ব দেয়া যায়নি।

সূত্রগুলো জানিয়েছে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ রিজভিকে যেতে দিতে অস্বীকার করেছেন। এছাড়া যোগাযোগ ও পূর্ত বিভাগের সচিব সুহেল আশরাফকেও পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) রিপোর্ট করতে বাধা দিয়েছেন।

পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি যিনি পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পোর্টফোলিওও রেখেছেন, তিনি বোর্ডের জন্য আশরাফের সেবা চেয়েছিলেন বলে জানা গেছে।

সূত্রের বরাত দিয়ে পাঞ্জাব সরকার ব্যাখ্যা করেছে যে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো চলছে। তাই সিএন্ডডব্লিউ সেক্রেটারিকে অবিলম্বে বদলি করা যাবে না।

সূত্র আরো জানায়, ঈদুল ফিতরের পর কর্মকর্তাদের বদলির বিষয়টি ফেডারেশনের সাথে আলোচনা করে সমাধান করা হবে।

সূত্র : দি নিউজ


আরো সংবাদ



premium cement