১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জম্মু–কাশ্মীরে গোলাগুলিতে পুলিশসহ নিহত ২

- ছবি : এনডিটিভি

ভারতের জম্মু-কাশ্মীরে এক সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে গোলাগুলি হয়েছে। এতে এক পুলিশ সদস্যসহ এক বন্দুকধারী নিহত হয়েছে। এ সময় পুলিশের আরো দুই সদস্য আহত হন।

মঙ্গলবার (২ এপ্রিল) জম্মু-কাশ্মীরের কাথুয়ায় ওই ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয় অপরাধী গোষ্ঠী হিসেবে পরিচিত ‘শুনো গ্রুপের’ সদস্যদের তাড়া করেছিল পুলিশ। এ গোষ্ঠীর নেতা বাসুদেব নামে একজন। পরে তাঁরা গাড়ি নিয়ে মেডিকেল কলেজ প্রাঙ্গণে ঢুকে পড়েন। সেখানে পুলিশ তাদের ঘিরে ফেলে। এ সময় দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়।

গোলাগুলি চলাকালে নিহত বন্দুকধারীর পরিচয় জানানো হয়নি।

নিহত পুলিশ সদস্য দীপকের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জম্মু–কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।

তিনি বলেন, ‘আমি দীপক শর্মার বীরত্ব ও অদম্য সাহসের প্রতি সম্মান জানাই। তাঁর সর্বোচ্চ আত্মত্যাগ আমাদের হৃদয়ে রয়ে যাবে। শহীদ দীপক শর্মার পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল।’

সূত্র : এনডিটিভি


আরো সংবাদ



premium cement