১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাকিস্তানে সর্বাধিক সংসদ সদস্যের রেকর্ড জারদারির পরিবারের

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি - ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির মেয়ে আসিফা ভুট্টো জারদারি শহীদ শুক্রবার বেনজিরাবাদে (সাবেক নবাবশাহ-১) জাতীয় পরিষদের সদস্য (এমএনএ) নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে জারদারি পরিবার পাকিস্তানের সংসদীয় ইতিহাসে সর্বাধিক সংখ্যক সদস্যের পরিবারের রেকর্ড ভেঙেছে।

পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) এনএ-২০৭-এর উপ-নির্বাচনে জয়ী হওয়ার পর কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই এমএনএ হিসেবে আসিফার সংসদ সদস্য হিসেবে নির্বাচন করে।

ক্ষমতাসীন জোটের পক্ষ থেকে যৌথভাবে পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জারদারি। এরপর তার আসনে উপ-নির্বাচন হয়। সেখানে জারদারির ছোট মেয়েসহ অন্তত ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সেখানে জারদারির মেয়ে আসিফা জয় লাভ করেন।

জারদারি পরিবার তাই শরীফ পরিবারের রেকর্ড ভেঙে দিয়েছে। কারণ এটি এখন দেশের সংসদীয় ইতিহাসে একই পরিবারের সবচেয়ে বেশি সংখ্যক সদস্য নিয়ে গঠিত।

উভয় রাজনৈতিক পরিবারই বেশিরভাগ সময় ধরে পাকিস্তান শাসন করেছে। দেশে বংশবাদী রাজনীতিকে শক্তিশালী করেছে। কারণ নির্বাচনের আগে টিকিট বিতরণের সময় তাদের পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেয়ার অভিযোগ রয়েছে।

এখন জারদারি নিজেই দেশের প্রেসিডেন্ট। তার মেয়ে আসিফা, ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি এবং শ্যালক মুনাওয়ার আলি তালপুর এমএনএ। এছাড়া তার উভয় বোন ফরিয়াল তালপুর এবং আজরা পেচুহো সিন্ধুর প্রাদেশিক পরিষদের সদস্য।

অন্যদিকে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বড় ভাই মিয়া নওয়াজ শরীফ এবং তার ছেলে হামজা শেহবাজ শরীফ এমএনএ নির্বাচিত হয়েছেন। এছাড়া তার ভাইঝি মরিয়ম নওয়াজ শরিফ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।

এভাবে এমএনএ বা এমপিএ হিসেবে নির্বাচিত পরিবারের সদস্যদের সর্বাধিক সংখ্যক থাকার পরিপ্রেক্ষিতে জারদারি পরিবার প্রথম এবং শরীফরা দ্বিতীয় হয়েছে।

সূত্র : দি নিউজ


আরো সংবাদ



premium cement
শিবচরে ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ বাশার আল-আসাদের পতনে সিরিয়ানদের ভাগ্যে যা ঘটতে পারে গাজায় একদিনে আরো ৫০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল ৬ বছর পর রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন খালেদা জিয়া রৌমারীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফ, সম্পাদক আল আমিন ইসরাইলি পাইলটদের যুদ্ধবিমান না চালানোর আহ্বান সাবেক আইন কর্মকর্তার আমতলীতে সড়ক দুর্ঘটনায় মা নিহত, ছেলে-মেয়েসহ আহত ৬ এবার ব্রিটিশ ব্যাংকে ‘ফ্রিজ’ করা হলো বাশারের ৫৫ মিলিয়ন পাউন্ড নোয়াখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

সকল