কলকাতা বিমানবন্দরে নিরাপত্তা বাহিনীর সদস্যের আত্মহত্যা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ মার্চ ২০২৪, ১২:০৭, আপডেট: ২৮ মার্চ ২০২৪, ১২:২৯
ভারতের কলকাতা বিমানবন্দরে দায়িত্বরত অবস্থায় রাইফেলের গুলিতে আত্মহত্যা করেছেন কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) এক সদস্য।
বৃহস্পতিবার সকালে বিমানবন্দরের পাঁচ নম্বর গেটের টাওয়ারে এ ঘটনা ঘটে।
আত্মহত্যা করা ওই নিরাপত্তা বাহিনীর সদস্যের নাম সি বিষ্ণু (২৫), তিনি ২০২২ সালে সিআইএসএফে যোগ দেন।
জানা গেছে, বিষ্ণুর থুতনির নিচে গুলি লাগে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনাস্থলে পরিদর্শন করেন সিআইএসএফের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিমানবন্দর থানার পুলিশ। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেন তা এখনো নিশ্চিত হয়ে পারেনি তারা। পুলিশ তদন্তে নেমেছে বলেও জানা গেছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস