১৫ মে ২০২৪, ০১ জৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলকদ ১৪৪৫
`


ইমরান খানকে ছাড়াই নির্বাচন হতে পারে : কাকার

পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকা - ছবি : সংগৃহীত

পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার বলেছেন, ইমরান খানকে কারাবন্দী না করেও অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বর্তমানে দুর্নীতির মামলায় জেলে তিন বছরের সাজা ভোগ করছেন।

গত সপ্তাহে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) ঘোষণা করেছে, ২০২৪ সালের জানুয়ারির শেষের দিকে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

দ্য অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ অ্যাজেন্সিতে দেয়া সাক্ষাৎকারে কাকার বলেন, ‘ইমরান খান বা তার দলের শত শত সদস্যকে ছাড়াই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে। তারা ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকায় কারাগারে বন্দী।’

৯ মে ১৯০ মিলিয়ন পাউন্ড নিষ্পত্তির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারের পর প্রায় সারাদেশে সহিংসতা হয়। সহিংসতা ও সামরিক স্থাপনায় হামলায় জড়িত থাকার অভিযোগে শত শত পিটিআই কর্মী ও সিনিয়র নেতাদের আটক করা হয়।

এক প্রশ্নের জবাবে কাকার বলেন, জেলে থাকা পিটিআিই কর্মীরা অগ্নিসংযোগ, ভাঙচুর ও অন্য বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিল।

তিনি আরো বলেন, ‘বেআইনি কর্মকাণ্ডে জড়িত না থাকা হাজার হাজার পিটিআই কর্মী আসন্ন নির্বাচনে অংশ নিতে পারে।’

পিটিআই যেন ক্ষমতায় ফিরে না আসে তা নিশ্চিত করার জন্য সেনাবাহিনী আসন্ন নির্বাচনে কারসাজি করতে যাচ্ছে এমন দৃষ্টিভঙ্গি আছে কিনা জানতে চাইলে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, এটি একেবারেই অযৌক্তিক।’

তিনি বলেন, ‘নির্বাচন পরিচালনা করতে যাচ্ছে ইসিপি, সামরিক নয়। নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ ও সমর্থন করার জন্য তত্ত্বাবধায়ক সরকারও রয়েছে।’

অপর এক প্রশ্নের জবাবে কাকার বলেন, পিটিআই চেয়ারম্যান বা অন্য কোনো রাজনীতিবিদ নিয়ম-কানুন লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

তিনি জানান, তিনি আদালতের রায়ে হস্তক্ষেপ করবেন না।

তিনি আরো বলেন, ‘বিচার বিভাগকে কোনো রাজনৈতিক উদ্দেশের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়।’

আসন্ন সাধারণ নির্বাচন নিয়ে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সাবেক ক্ষমতাসীন দলের এক মুখপাত্র বলেন, ‘পিটিআই বা ইমরান খান ছাড়া সাধারণ নির্বাচন হবে অসাংবিধানিক ও অনৈতিক।’

তিনি দাবি করেন, পিটিআই দেশটির বৃহত্তম রাজনৈতিক দল এবং দলটির প্রধান ইমরান খান দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। তাকে গত বছরের এপ্রিলে সংসদীয় ভোটের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া হয়েছিল।

পিটিআই মুখপাত্র সতর্ক করে বলেন, জনগণ এ ধরনের নির্বাচন গ্রহণ করবে না।

তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর উচিত তার সরকারকে ‘দুষ্ট পরিকল্পনা’ থেকে আলাদা করা।
সূত্র : দ্য ইন্টারন্যাশনাল নিউজ


আরো সংবাদ



premium cement