২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

রমজানে বিহারের মুসলিমদের আগে ছুটির নির্দেশনায় তীব্র প্রতিবাদ বিজেপির

রমজানে বিহারের মুসলিমদের আগে ছুটির নির্দেশনায় তীব্র প্রতিবাদ বিজেপির। - ছবি : সংগৃহীত

রমজান মাস উপলক্ষে মুসলিম কর্মীদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে বিহার সরকার। জানানো হয়েছে, রমজান মাসে মুসলিম কর্মীরা তাড়াতাড়ি কাজে যোগ দেয়ার ও নির্ধারিত সময়ের আগেই বাড়ি ফেরার সুযোগ পাবেন। আর এই ঘোষণা শুনে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ওই রাজ্যের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতারা। তাদের দাবি, রাম নবমী পালনের জন্য একই সুযোগ হিন্দুরা কেন পাবে না?

বিহার সরকারের নির্দেশিকায় জানানো হয়েছে, রমজান মাসে মুসলিম সরকারি কর্মীরা নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে কাজে যোগ দিতে পারবেন। আবার অন্য দিন যখন কাজ শেষ হয়, তার এক ঘন্টা আগে বের হওয়ার সুযোগ পাবেন তারা।

তবে কর্মীদের জন্য এমন পদক্ষেপ একেবারেই ভালোভাবে নেননি ওই রাজ্যের বিজেপি নেতারা। ওই একই সময় হিন্দুদের জনপ্রিয় উৎসব রাম নবমীও পালিত হয়। তাই হিন্দুদের জন্যও এমন নির্দেশিকা জারির দাবি জানিয়েছেন তারা।

সূত্র : সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement