২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কার্গিলের জামিয়া মসজিদে বিধ্বংসী আগুন, উদ্ধারে সেনাবাহিনী

মসজিদের একেবারে উপরের দু’টি তলা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। - ছবি : সংগৃহীত

বিধ্বংসী আগুনে পুড়ল ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের কার্গিল জামিয়া মসজিদ। বুধবার সন্ধ্যায় আগুন লাগে দ্রাস এলাকার ওই মসজিদে। মুহূর্তের মধ্যে আগুন শিখা গ্রাস করে গোটা মসজিদ চত্বর। এতে মসজিদের দু’টি তলা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তবে তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মসজিদে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সেনাবাহিনী ও স্থানীয় বাসিন্দারাও। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনো স্পষ্ট নয়।

কার্গিলের চিফ এক্সিকিউটিভ কাউন্সিলর (সিইসি) ফিরোজ আহমেদ খান বলেন, ‘পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়দের সাহায্য নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিসের দু’টি গাড়ি পাঠানো হয়েছিল। তবে প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করে সেনাবাহিনীই। মসজিদের একেবারে উপরের দু’টি তলা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।’

সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement