২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

গুজরাট নির্বাচনে জাদেজার স্ত্রীকে টিকিট দিলো বিজেপি

গুজরাট নির্বাচনে জাদেজার স্ত্রীকে টিকিট দিলো বিজেপি। - ছবি : সংগৃহীত

গুজরাট নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) টিকিট পেলেন রিভাবা জাদেজা। টিকিট পেয়েছেন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেয়া হার্দিক প্যাটেলও।

রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজার বিজেপি ঘনিষ্ঠতা সর্বজনবিদিত ছিল। তিন বছর আগে বিজেপিতে যোগ দেন রবীন্দ্র পত্নী রিভাবা। যার ফলে, এবার জামনগর উত্তর আসনে নির্বাচনের টিকিট দিলো বিজেপি। তাও বর্তমানে সেখানকার রাজ্য বিধানসভার বিজেপি সদস্যকে বসিয়ে রেখে টিকিট দেয়া হলো জাদেজার স্ত্রীকে।

২০১৬-তে রবীন্দ্র জাদেজার সাথে বিয়ে হয় রিভাবার। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী রিভাবা-এর আগে রাজস্থানে কর্নি সেনার হয়ে কাজ করেছেন। তবে এই প্রথম সক্রিয় রাজনীতিতে পথ চলা শুরু হবে রিভাবার। এদিকে কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেয়া হার্দিক প্যাটেলেরও নাম রয়েছে প্রার্থী তালিকায়। তিনি বীরাগ্রাম থেকে লড়বেন।

উল্লেখ্য, ১৮২টি আসনের মধ্যে আজ ১৬০টি বিধানসভা আসনের প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। তালিকা অনুযায়ী, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল লড়বেন ঘাটলোদিয়া আসন থেকে। এদিকে মৌরবিতে ব্রিজ দুর্ঘটনাগ্রস্তদের বাঁচাতে জলে নামা প্রাক্তন রাজ্য বিধানসভা কান্তি অম্রুতিয়াকেও টিকিট দেয়া হয়। এছাড়া প্রত্যাশা মতোই তালিকায় নাম ছিল না গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানির।

বিগত ২৭ বছর ধরে গুজরাটে টানা ক্ষমতায় বিজেপি। ১৯৯৫ সাল থেকে গুজরাটে টানা ক্ষমতায় রয়েছে বিজেপি। ১৮২ আসন বিশিষ্ট গুজরাট বিধানসভা নির্বাচনে ২০১৭ সালে অবশ্য খুব সংখ্যক আসনের ব্যবধানে জয়ী হয়েছিল বিজেপি। ২০১৭ সালে ৪৭ শতাংশ ভোট পেলেও বিজেপির আসন সংখ্যা ছিল ৯৯। কংগ্রেস সেখানে জিতেছিল ৭৭টি আসন। তবে এবারের নির্বাচনে আম আদমি পার্টি যেভাবে ঝাঁপিয়েছে, তাতে ত্রিমুখী নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে গুজরাটে। গত এক বছরে যেখানে প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী ১২ বার গুজরাটে গিয়েছেন, সেখানে অরবিন্দ কেজরিওয়াল ২০ বার গুজরাটে পা রেখেছেন সাম্প্রতিককালে। তবে রাহুল গান্ধী গুজরাটে গিয়েছেন মাত্র তিনবার।

সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement
ঈশ্বরদীতে মৌসুমের সর্বোচ্চ ৪২.৪ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড ‘মুক্ত সাংবাদিকতা চরম সঙ্কটে’ ‘রাফা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি সেনারা’ ৪৬তম বিএসএস প্রিলি পরীক্ষা : শুরুতেই স্বপ্নভঙ্গ ৮১ শিক্ষার্থীর মরুর উষ্ণতায় ক্ষতির মুখে কৃষি ছেলেদের কারণে বিপাকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের

সকল