২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


সর্বকালীন রেকর্ড ভেঙে পতন ভারতীয় মুদ্রার!

সর্বকালীন রেকর্ড ভেঙে পতন ভারতীয় মুদ্রার! - ছবি : সংগ্রহ

বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দামের ঊর্ধ্বমুখী গ্রাফের মাঝেই সর্বকালীন রেকর্ড ভেঙে পতন হলো ভারতীয় মুদ্রার৷ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জের ধরে আমদানিকৃত মুদ্রাস্ফীতির ধাক্কা খাওয়ার মুখে পড়েছে ভারতের অর্থনীতি৷ এমন অবস্থা চলতে থাকলে ভারতের বাণিজ্য ও চলতি হিসাবের ঘাটতি আরো বাড়বে বলে আশঙ্কার সৃষ্টি হয়েছে৷

আজ সোমবার ডলার প্রতি ভারতীয় মুদ্রার মূল্য কমে দাঁড়ায় ৭৬.৯৬৷ গত শুক্রবার ডলার বদলে ভারতীয় মুদ্রার মূল্য ছিল ৭৬.১৬৷এই পরিস্থিতিতে দেশের ইতিহাসে ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন আর কোনো দিন এই স্তরে পৌঁছায়নি৷

উল্লেখ্য, ভারত হলো বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক দেশ। এই আবহে জ্বালানির ক্রমবর্ধমান দাম ভারতীয় মুদ্রার মূল্য কমিয়ে দিচ্ছে৷ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো রাশিয়ার তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করার পরে সোমবার তেলের দাম ছয় শতাংশেরও বেশি বেড়েছে। ২০০৮ সালের পর সর্বোচ্চ দাম স্পর্শ করেছে অপরিশোধিত তেলের দাম। এদিকে ভারতীয় শেয়ার বাজার আজ আড়াই শতাংশেরও বেশি কমেছে। বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ বিক্রি করায় এই হারে ধস নেমেছে শেয়ার বাজারে।

তেল + ইক্যুইটিতে বিক্রি + ভূ-রাজনৈতিক উত্তেজনা + শক্তিশালী ডলার + রাজ্য নির্বাচনের ফলাফল – এই সবকিছুর সম্মিলিত ফলে শেয়ার বাজার অস্থিতিশীল, বিনিয়োকারীরা ভরসা পাচ্ছেন না। এর জেরে প্রভাব পড়ছে ভারতীয় অর্থনীতির উপর। ভারতীয় মুদ্রার মূল্যও নিম্নমুখী গ্রাফ ধরেছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement