২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ভারতীয় রণতরীতে বিস্ফোরণ, নিহত ৩

ভারতীয় রণতরীতে বিস্ফোরণ, নিহত ৩ - ছবি : সংগৃহীত

ভারতীয় একটি রণতরীতে বিস্ফোরণে নৌবাহিনীর অন্তত তিন সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার মুম্বইয়ের নেভাল ডকইয়ার্ডে এই বিস্ফোরণ ঘটে। জানা গেছে, ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস রণবীরের ইন্টারনাল কম্পার্টমেন্টের এ বিস্ফোরণে ওই তিনজনের মৃত্যু ছাড়াও আরো কয়েকজন আহত হয়েছেন। মূলত, মুম্বই ডকইয়ার্ডের এই ঘটনা ঘিরে নিরাপত্তা প্রসঙ্গেও প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও প্রাথমিকভাবে জানা যায়নি যে কী থেকে এই বিস্ফোরণ ঘটে।

সংবাদ সংস্থা এএনআইয়ের তথ্য থেকে জানা গেছে, ওই যুদ্ধ জাহাজের ভিতরে ওই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। উল্লেখ্য, সামনেই রয়েছে ভারতের প্রজাতন্ত্র দিবস। তার আগে সারা দেশে সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তা ইস্যুতে বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট ঘিরে জারি করা হয়েছে অ্যালার্ট। এই পরিস্থিতিতে প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে ভারতের নৌবাহিনীর এই যুদ্ধ জাহাজে বিস্ফোরণের ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে, জানা যাচ্ছে, এই বিস্ফোরণের ঘটনায় ১১ জন আহত হয়েছেন। তড়িঘড়ি আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতীয় নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, আইএনএস রণবীর আইএনএস রণবীর মোাতায়েন ছিল ক্রস কোস্ট অপারেশনাল ক্ষেত্রে। তারা আরো জানিয়েছে, বেস পোর্টে খুব শিগগিরিই ফেরার কথা ছিল এই যুদ্ধজাহাজের। বলা হচ্ছে, ‘ এই বিস্ফোরণের ঘটনা ঘিরে একটি কোর্ট অফ এনকোয়ারি (তদন্ত) এর নির্দেশ দেয়া হয়েছে।’

এদিকে ঘটনায় মৃতদের পরিচিতি এখনো জানা যায়নি। উল্লেখ্য, ১৯৮৬ সালের ২৮ অক্টোবর ভারতীয় নৌবাহিনীতে সংযুক্ত হয় আইএনএস রণবীর। তবে জানা গেছে, মঙ্গলবারের বিস্ফোরণের ঘটনায় যুদ্ধজাহাজে সেভাবে বড় কোনও ক্ষতি হয়নি। মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন জাহাজে উপস্থিত সামরিক অফিসাররা।
সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement
৪৬তম বিএসএস প্রিলি পরীক্ষা : শুরুতেই স্বপ্নভঙ্গ ৮১ শিক্ষার্থীর মরুর উষ্ণতায় ক্ষতির মুখে কৃষি ছেলেদের কারণে বিপাকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের ‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের

সকল