০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


আফগানিস্তানে স্থিতিশীলতা ফেরাতে একসাথে কাজ করবে রাশিয়া ও পাকিস্তান

আফগানিস্তানে স্থিতিশীলতা ফেরাতে একসাথে কাজ করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান - ছবি : সংগৃহীত

রাশিয়া ও পাকিস্তানের নেতারা আফগানিস্তানে স্থিতিশীলতা ফেরাতে একসাথে কাজ করার বিষয়ে আলোচনা করেছেন। এ সপ্তাহে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের আগে টেলিফোনে আফগানিস্তান নিয়ে এমন কথা বলেন তারা। বুধবার কাতারের গণমাধ্যম আল-জাজিরার পক্ষ থেকে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে।

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে একসাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার এক টেলিফোন আলাপের সময় তারা এ বিষয়ে একমত হয়েছেন।

রাশিয়ান সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আফগান পরিস্থিতি নিয়ে দু’দেশের মধ্যে আলোচনা হয়েছে। দু’দেশই আফগানিস্তানে স্থিতিশীলতা ফেরাতে একসাথে কাজ করার বিষয়ে কথা বলেছে।

এ বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে। ওই বৈঠকে আফগানিস্তান নিয়ে একসাথে কাজ করার বিষয়ে কথা বলেছে রাশিয়া ও পাকিস্তান।

আফগানিস্তানের সাথে সম্পর্ক স্থাপনের জন্য ইমরান খান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তার মতে আফগানিস্তানের সাথে বিশ্বের বাকি দেশগুলোর সুসম্পর্ক রাখা জরুরি। তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধপরবর্তী এমন সঙ্কটের সময় আফগান নাগরিকদের থেকে দূরে সরে যাওয়া যাবে না।

সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement
জিম্বাবুয়েকে লজ্জার রেকর্ডের দিকে ঠেলে দিচ্ছে টাইগাররা জনগণের কাছে হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিন : ফারুক আলমডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড নয়টি বাড়ি পুড়ে ছাই গৌরনদীতে আ’লীগের ২ পক্ষের সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ রক্তাক্ত জখম ৫ টাঙ্গাইলে তৃষ্ণার্ত মানুষের পাশে সোনালি সূর্য শুরুতেই উইকেটের দেখা পেল বাংলাদেশ নারী কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ : যা বললেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল মিয়ানমারের পুরুষদের বিদেশে কাজের আবেদন নিষিদ্ধ করল জান্তা সরকার তানজিদ-সাইফুদ্দীনকে নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে ৭ জন আটক ইসরাইলবিরোধী পোস্টের দায়ে নাগরিকদের আটক করছে সৌদি

সকল