২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মাহিন্দা রাজাপক্ষে

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মাহিন্দা রাজাপক্ষে - ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে রোববার চতুর্থবারের মতো দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাজধানী কলম্বোর উপকণ্ঠে একটি বিশিষ্ট বৌদ্ধ মন্দিরে তার ছোট ভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের মাধ্যমে শপথ নেন মাহিন্দা।

মাহিন্দা রাজাপক্ষে ২০০৫ থেকে ২০১৫ পর্যন্ত এই দ্বীপ দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২০০৯ সালে তামিল বিদ্রোহীদের বিরুদ্ধে দেশটির ২৫ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে জাতিগত সংখ্যাগরিষ্ঠ সিংহলিদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন।

২০০৪ সালে তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং ২০১৮ ও ২০১৯ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য আবারও নিযুক্ত হন।

এর আগে শুক্রবার শ্রীলঙ্কার শক্তিধর রাজাপক্ষে ভাইয়েরা দেশটির সংসদীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হন।

নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে দেখা যায়, রাজাপক্ষের শ্রীলঙ্কা পিপল’স ফ্রন্ট ১৯৬ আসনের মধ্যে ১২৮টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে বিরোধী দল জয় পায় মাত্র ৪৭ আসনে।

শ্রীলঙ্কার সংসদে ২২৫টি আসন রয়েছে। যারমধ্যে ১৯৬ জন সদস্য সরাসরি ভোটে নির্বাচিত হন। বাকি ২৯ জন প্রতিটি দল ও স্বতন্ত্র গ্রুপ কত ভোট পেল সে অনুযায়ী জাতীয় তালিকা থেকে নির্বাচিত হন।

ফলাফল প্রকাশিত হওয়ার পর গোতাবায়া রাজাপক্ষে এক টুইট বার্তায় বলেন, ‘আনুষ্ঠানিকভাবে প্রকাশিত ফলাফলে শ্রীলঙ্কা পিপল’স ফ্রন্ট নিরঙ্কুশভাবে জয় লাভ করেছে।’

এদিকে, বড় ব্যবধানে জয়ের কারণে তারা সংবিধান পরিবর্তন করতে পারবেন। আগামী শুক্রবার জাতীয় তালিকা ঘোষণা করা হলে রাজাপক্ষের দল আরও আসন পাবে।

সংবিধান পরিবর্তনের জন্য তাদের প্রয়োজন ১৫০ আসন বা সংসদের দুই-তৃতীয়াংশ আসন।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকে চমকে দিলো ভানুয়াতু বিতর্কিত ক্যাচের ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন ‘মাশা আল্লাহ’ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি মিরসরাইয়ে অবৈধ সেগুনকাঠসহ কাভার্ডভ্যান জব্দ মানিকগঞ্জে আগুনে পুড়ে যাওয়া মলিরানীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়ার ‘এখন আমি কী নিয়ে বাঁচব’ যদি বন্ধু হও, সীমান্তে অহরহ গুলি কেন : ভারতকে ফারুক সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী মধুখালীর পঞ্চপল্লীতে ২ ভাইকে হত্যার প্রতিবাদে সমাবেশ শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইন্স ফিটসএয়ারের ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট চালু

সকল