১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬
`

আমি মুসলিম তোষণ করি, ইফতারে যাব : মমতা

আমি মুসলিম তোষণ করি, ইফতারে যাব : মমতা - সংগৃহীত

নিজের ওপর ওঠা মুসলমান তোষণের অভিযোগকে পালটা চ্যালেঞ্জ জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললেন, ‘‘যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত৷’’ রাজ্যে লোকসভা নির্বাচনের ফলাফল মমতাকে হতাশ করেছে৷ ২২টি আসনের থেমে গেছে তৃণমূল৷ অন্যদিকে আসন সংখ্যা ২ থেকে ১৮টি তে বাড়িয়ে নিয়েছে বিজেপি৷ একাধিক রাজনৈতিক পর্যবেক্ষক দাবি করেছেন, বিজেপির এই সাফল্য বা তৃণমূলের পতনের অন্যতম কারণ মেরুকরণের রাজনীতি৷

এই পর্যায়ের ধর্মীয় মেরুকরণ বঙ্গ রাজনীতিতে আগে দেখা যায়নি৷ ভোটের ফলাফলেও যা স্পষ্ট৷ ফলাফল প্রকাশের পাক্কা দু’দিন পর সংবাদ সম্মেলন করে মমতা নিজের মন্তব্যের মাধ্যমেই তোষণের রাজনীতির ব্যাখ্যা দিয়েছেন৷ তিনি বলেছেন, ‘‘আমি কিন্তু ইফতারে যাচ্ছি৷ আপনারাও আসবেন৷ আমি তো মুসলমানদের তোষণ করি৷ ১০০ বার যাব৷ যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত৷’’

লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রাজ্যে ৩৩টি সভা করেছেন৷ প্রতিটি সভাতেই তারা মমতার সংখ্যালঘু তোষণ নিয়ে সরব হয়েছেন৷ বাংলাদেশী অনুপ্রবেশকারীরাই যে মমতার ভোটব্যাংক তা স্পষ্টভাবে জানিয়েছেন মোদি-শাহ৷ অন্যদিকে সিপিএমও বারবার প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার কথা বলে মমতার সংখ্যালঘু তোষণের রাজনীতিকে আক্রমণের কেন্দ্রবিন্দুতে নিয়ে গিয়েছে৷ যুতসই জবাব দিতে মমতা শনিবার বিকালের সংবাদ সম্মেলনকেই বেছে নিয়েছেন৷ সাফ জানিয়েছেন, ‘‘আমার মা বলেছিলেন মমতা যেন মমতাই থাকে৷ মনে রাখবেন, মমতা মমতাই থাকবে৷ নিজেকে কোনো দিন বদলাবে না৷’’

রাজ্যের ১২টি সংখ্যালঘু অধ্যুষিত লোকসভার ৯টিতে ভালো ফল করেছে তৃণমূল৷ স্বাভাবিকভাবেই, সংখ্যালঘু ভোটব্যাংকের দিকেই যে আগামী নির্বাচনে তাকিয়ে থাকবেন মমতা তা শনিবার আরো একবার পরিষ্কার হয়ে গিয়েছে৷ কিন্তু তিনি দলের দিকে নজর দিতে চান, এদিন তা জানিয়েছেন মমতা৷ জানিয়েছেন দলকে বেশি সময় দিতে চান৷
সূত্র : কলকাতা ২৪

 


আরো সংবাদ



premium cement
এইচএমপিভি ভাইরাস রোধে আখাউড়া চেকপোস্টে মেডিক্যাল ক্যাম্প স্থাপন বগুড়ায় বাইক-ভটভটি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনমত তৈরির জন্য লিফলেট বিতরণ ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ ব্যানার টানানো সেই শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশ বাকেরগঞ্জে ডিগ্রি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন না করার দাবি শিক্ষার্থীদের সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় নিহত ২ দেশের প্রথম মধুর হাটের উদ্বোধন হলো বগুড়ায় শ্রীনগর থানার ওসিকে পুনঃবহালের দাবি গণঅধিকার পরিষদের জাকসু নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার পরামর্শ চাইলেন জাবি ভিসি লক্ষ্মীপুরে ট্রাক্টরচাপায় চটপটিবিক্রেতা নিহত সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে ভুক্তভোগী নারীর অভিযোগ

সকল