১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দাবা অলিম্পিয়াডে জিয়াপুত্র তাহসিন

-

জাতীয় দাবায় পঞ্চম হয়ে বাংলাদেশ থেকে দাবা অলিম্পিয়াডে খেলার যোগ্যতা অর্জন করেছেন কিছু দিন আগে মারা যাওয়া গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। দুই রাউন্ডের প্লে-অফে অনন্ত চৌধুরীকে হারিয়ে বাবার স্বপ্ন পূরণ করলেন তাহসিন।
জাতীয় দাবার শেষ রাউন্ডে মনন রেজা নীড় ১০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন। রাজীব ও ফাহাদের সমান ৯ পয়েন্ট। মরহুম গ্র্যান্ডমাস্টার জিয়া ও নিয়াজের সমান ৮ পয়েন্ট। জিয়া আর পৃথিবীতে নেই। তাই দুই যুগ্ম ষষ্ঠস্থানধারী জিয়ার ছেলে তাহসিন ও অনন্ত চৌধুরী গতকাল পঞ্চম স্থান নির্ধারণী প্লে অফে খেলেন। সমীরকরণটা ছিল, যিনি জিতবেন তিনি হাঙ্গেরি অলিম্পিয়াডে যাবেন। স্বপ্নটা সত্যি হলো তাহসিন তাজওয়ার জিয়ার।
পঞ্চম হয়ে মনন রেজা নীড়, নিয়াজ মোরশেদ, এনামুল হোসেন রাজীব ও ফাহাদ রহমানের সঙ্গী হয়ে হাঙ্গেরি যাওয়াও নিশ্চিত হয় তার। খেলা শেষে ফেডারেশনের সাধারণ সম্পাদকের কক্ষে এসে মাকে জড়িয়ে কেঁদে ফেলেছিলনে তাহসিন। নিজেকে নিয়ন্ত্রণ করে উপস্থিতি সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া দিতে গিয়ে তাহসিন বলেন, ‘একটু স্বস্তি লাগছে টুর্নামেন্টটা শেষ হলো। আব্বুকে খুব মিস করছি। আগের অলিম্পিয়াডে সুযোগ পেতে আমাকে টাইব্রেক খেলতে হয়েছিল। সে সময় আব্বু বাইরে ছিল। এবার আর ছিল না...।’
জিয়ার অংশগ্রহণ নিশ্চিত থাকলেও ছেলের অবস্থান নিয়ে চিন্তিত ছিলেন স্ত্রী লাবণ্য। তার কথায়, ‘জিয়া বেশ কয়েকবার বলেছিল, তাহসিন ষষ্ঠ হলে জিয়া যাবে না। যেন তাহসিন যেতে পারে। ওর খুব ইচ্ছে ছিল তাহসিন যেন অলিম্পিয়াডে যায়। নীড়, ফাহাদরা গেলে তাহসিন যেতে না পারলে খুব খারাপ লাগবে এই চিন্তা ছিল জিয়ার মনে।’


আরো সংবাদ



premium cement