পিসিবির চাকরি হারালেন রিয়াজ-রাজ্জাক
- ক্রীড়া ডেস্ক
- ১১ জুলাই ২০২৪, ০০:০০
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে সদ্য শেষ হয়ে যাওয়া টি-২০ বিশ্বকাপে চরম ব্যর্থ পাকিস্তান ক্রিকেট দল। গ্রুপ পর্ব থেকেই ২০০৯ আসরের চ্যাম্পিয়নরা। এই হতাশাজনক অভিযানের প্রথম শিকার হয়েছেন ওয়াহাব রিয়াজ ও আবদুল রাজ্জাক। নির্বাচক কমিটি থেকে দুই সাবেক ক্রিকেটারকে বরখাস্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি।
বুধবার এক বিবৃতিতে পিসিবি নিশ্চিত করেছে, ‘এই খবর দুইজনকে অবহিত করা হয়েছে’ যে, জাতীয় নির্বাচন কমিটির সেটআপে তাদের পরিষেবার আর প্রয়োজন হবে না।’ আগেই রিপোর্ট করা হয়েছিল, নির্বাচক কমিটির প্রকৃতিও পুনর্গঠন হতে পারে। শেষ পর্যন্ত একজন প্রধান নির্বাচক আবার নিয়োগ করা হবে বলে আশা করা হচ্ছে। ইএসপিএনক্রিকইনফো আরো জানিয়েছে, রিয়াজ-রাজ্জাকের পরিবর্তে আর কাউকে নেয়া হবে না। তবে প্রধান নির্বাচক পদে কাউকে দায়িত্ব দেয়া হতে পারে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা