১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২০২৬ পর্যন্ত ব্রাজিল কোচের দরিভাল

-

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে উরুগুয়ের কাছে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দল চরম ব্যর্থ হলেও কোচের প্রতি আস্থা রেখেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সব সংশয় দূর করে দিয়ে সিবিএফ সভাপতি এদনাল্ডো রদ্রিগেজ বলেছেন, কাজ চালিয়ে যাবেন দরিভাল জুনিয়রই।
কোপা আমেরিকায় ৯ বারের চ্যাম্পিয়নরা চার ম্যাচের মধ্যে জিততে মাত্র একটি ম্যাচ। তার পরও নতুন কোচের ওপর এখনই আস্থা হারাচ্ছে না দেশটির ফুটবলের নিয়ন্তা সংস্থা। ইএসপিএন ব্রাজিলকে সেটাই নিশ্চিত করেছেন রদ্রিগেজ।
‘দুই মাসের মধ্যে আমাদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে। তাই দরিভালকে নিয়ে এগিয়ে যাওয়াই আমাদের পরিকল্পনা। এটা বিশ্বকাপের চক্র। তিনি ও তার কোচিং স্টাফরা সমস্যা সমাধানে করণীয়টা বুঝতে পারছেন। কোথায় ভুল হয়েছে, সে বিষয়ে দরিভাল সচেতন। আর এভাবেই বিজয়ী একটা দল গড়ে ওঠে।’
২০২২ সালে কাতার বিশ্বকাপে শেষ আট থেকে ছিটকে যাওয়া থেকেই মূলত ব্রাজিলের ছন্দপতনের শুরু। গত বছরটা তাদের কাটে ভীষণ বাজে। বিশ্বকাপ বাছাইয়ে প্রথম দু’টি ম্যাচ জয়ের পরেরটি ড্র করে তারা। এরপর টানা তিন ম্যাচ হেরে বছর শেষ করে দলটি। এমন দুঃসময়ে গত জানুয়ারিতে দায়িত্ব নেন দরিভাল। দুই মাসের মধ্যেই দুই প্রীতিম্যাচে ইংল্যান্ডকে তাদের মাটিতেই হারানোর পর স্বাগতিক স্পেনের বিপক্ষে ৩-৩ ড্র করে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা জাগায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দায়িত্ব নেয়া এই কোচ।
কিন্তু গত মাসের শুরুতে মেক্সিকোর বিপক্ষে কষ্টে ৩-২ গোলে জয়ের পর কোপা আমেরিকার শেষ প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের সাথে ড্র করে বসে দরিভালের দল। মূল প্রতিযোগিতায়ও ছন্দ হারানো দলটি কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্রতে আসর শুরু। পরের ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে আবার ঘুরে দাঁড়ানো। তবে গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়ার সাথে আবার ড্র করে গ্রুপ রানার্সআপ হয় ব্রাজিল। এরপর উরুগুয়ের বিপক্ষে নকআউট পর্বে ওই ছন্নছাড়া পারফরম্যান্সে দলের বিদায়।
প্রথম পরীক্ষায় প্রত্যাশা পূরণ করতে না পারার দায় নিজের কাঁধে নিয়েছেন দরিভাল। একই সাথে তিনি এখান থেকে শিক্ষা নিয়ে দলকে পথে ফেরানোর প্রতিশ্রুতিও দিয়েছেন। সভাপতি রদ্রিগেজও মনে করেন, নিজস্ব পরিকল্পনার বাস্তবায়ন করতে দরিভালের সময় প্রয়োজন

 


আরো সংবাদ



premium cement