জঙ্গউইয়ের জুতা সেলিব্রেশন
- ক্রীড়া প্রতিবেদক
- ০৯ জুলাই ২০২৪, ০০:২৪
উইকেট নিয়ে সেলিব্রেশন করে থাকে অনেক বোলারই। ২২ গজের লড়াইয়ে অনেকে সেলিব্রেশন যোগ করে ভিন্ন মাত্রা। তেমনি এক অদ্ভুত রকমের সেলিব্রেশন করেন বোলিং অলরাউন্ডার লুক জঙ্গউই। উইকেট পেলেই জুতা কানে নিয়ে কথা বলার ভাব-ভঙ্গি প্রদর্শন করেন তিনি।
ভারতের বিপক্ষে লো স্কোরিং ম্যাচে ১৩ রানের জয় পায় জিম্বাবুয়ে। চার ওভারে ২৮ রান খরচায় ধ্রুব জুরেলের উইকেট নেন জঙ্গউই। উইকেট পেয়েই জুতা কানে নিয়ে চিরাচরিত উল্লাসে মেতে উঠেন। ম্যাচ শেষে জিম্বাবুয়ের এই পেসার জানিয়েছেন, উইকেট পেলে নিজের গার্লফ্রেন্ডকে ফোন করেন তিনি। জুতাকেই মোবাইল ফোন বানান ২৯ বছর বয়সী এই ক্রিকেটার। দ্য স্ট্যান্ডার্ডকে জঙ্গউই বলেন, ‘আমার বান্ধবী ব্রেন্ডা (জাসি) এর সাথে কল করার সময় উদযাপনের ধারণাটি মাথায় আসে। আমরা আসলে নিজেরা আলোচনা করছিলাম যে, উইকেট পেয়ে যে সেলিব্রেশন করব, পরের দিন আমার হোটেল রুমেও তাই করব। এরপর আমি জুতা সেলিব্রেশনটা শুরু করি। তাকে বলেছিলাম প্রতিবার উইকেট পেলেই আমি কল করব এবং আশা করি আমার মিনিট টেক্সট এবং ডেটা শেষ হবে না’।
পাকিস্তানের শোয়েব আখতার থেকে শুরু করে এই সময়ের শেলডন কটরেল, ওয়ানিন্দু হাসারাঙ্গা কিংবা ইমরান তাহির ক্রিকেট দুনিয়ায় অনেকে আলোচনায় থাকে ভিন্নধর্মী সেলিব্রেশন নিয়ে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা