১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফুটবলার মিথিলার অকাল মৃত্যু

-

গত ১৪ মার্চে প্রসবজনিত জটিলতায় মারা যান রাজিয়া সুলতানা। ঠিক তিন মাস ২৫ দিন পর অকালে চলে গেলেন আরেক নারী ফুটবলার মিথিলা আক্তার। মাত্র ২৩ বছর বয়সী মিথিলা বেশি কিছু দিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন। পাশাপাশি শ্বাসকষ্টের সমস্যাও ছিল। গতকাল অসুস্থ অবস্থায় মৃত্যুরকোলে ঢলে পড়েন জাতীয় বয়সভিত্তিক নারী দলের ফুটবলার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নারায়ণগঞ্জ থেকে উঠে আসা মিথিলা বাংলাদেশের হয়ে শ্রীলঙ্কায় এএফসি অনূর্ধ্ব-১৪ ও ঢাকায় এএফসি অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে খেলেছেন। আর ঘরোয়া ফুটবলে নাসরিন স্পোর্টস অ্যাকাডেমির হয়ে খেলার অভিজ্ঞতা ছিল। মিথিলা মূলত অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতেন। তবে দলের প্রয়োজনে ডিফেন্ডার হিসেবেও খেলেছেন। জাতীয় দলের আরেক ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকারের সাথে খেলার স্মৃতি আছে।
গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, ‘গত ৭ জুলাই রাতে মৃত্যুবরণ করেছেন মিথিলা আক্তার। দীর্ঘ দিন ধরে লিভার আর শ্বাসকষ্টের জটিলতায় ভুগছিলেন এই ফুটবলার। বাংলাদেশ অনূর্ধ্ব ১৪ আর ১৬ দলের হয়ে খেলেছেন মিথিলা। তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাফুফে। সভাপতি কাজী সালাউদ্দিনসহ বাফুফের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা শোক প্রকাশ করেছেন।’


আরো সংবাদ



premium cement