জার্মানিকে হতাশ করে শেষ চারে স্পেন
ইউরো চ্যাম্পিয়নশিপ- ক্রীড়া ডেস্ক
- ০৭ জুলাই ২০২৪, ০২:১৪
আক্রমণ-প্রতি আক্রমণে জমজমাট ম্যাচ। ৪২ ফাউল, লাল কার্ড, কী ছিল না ম্যাচে! বড় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ঠিক যে রকম হওয়া উচিত ছিল, সব উপকরণই মজুদ ছিল স্টুটগার্টে। বল দখলে প্রায় সমানে সমানে লড়াই। পাসিংয়েও খুব একটা ব্যবধান নেই। গোলের উদ্দেশ্যে শট স্পেনের ১৮ ও জার্মানির ২৩। টার্গেটে ৬টি ও ৫টি করে। ইউরোর কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়াই শেষে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল স্পেন। জার্মানিকে তাদের মাঠে ২-১ গোলে হারাল আলভারো মোরাতারা। পৌঁছে গেলে শেষ চারে। ঘরের মাঠে ফের হতাশাই সঙ্গী জার্মানির।
গোলশূন্য প্রথমার্ধে কখনো গোলকিপার নিশ্চিত গোল বাঁচাচ্ছেন, তো কখনো পোস্টে ধাক্কা খেয়ে ফিরছে সুযোগ। দ্বিতীয়ার্ধে গোল করে এগিয়ে যাওয়া স্পেনের। ঘরের মাঠে যখন হার অনেকটা নিশ্চিত, তখনই নাটকীয় প্রত্যাবর্তনে ফ্লোরিয়ান উইর্টজের গোলে সমতায় ফেরা। ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে। সেখানেও একটি পর্যায়ে মনে হচ্ছিল, ম্যাচ গড়াচ্ছে টাইব্রেকারে। ঠিক সেই মাহেন্দ্রক্ষণেই মাইকেল মরিনোর গোলে ম্যাচের ফয়সালা।
স্টুটগার্টে ইউরোর শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে ম্যাচের শুরুতেই জার্মানির ওপর চাপ তৈরি করেছিল স্পেন। মুহুর্মুহু আক্রমণের ঢেউ আছড়ে পড়তে থাকে প্রতিপক্ষের বক্সে। জার্মানির টোনি ক্রুসের কড়া ট্যাকলে ক্ষতি হয় স্পেনের। চোট পেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান পেড্রি। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫১ মিনিটে ইয়ামালের অ্যাসিস্টে স্পেনকে এগিয়ে দেন দানি অলমো। গোল হজম করার পরই খেলার ধার বাড়ে জার্মানির। পরপর আক্রমণ ধেয়ে যায় স্পেন বক্সের দিকে। চাপের মুখে বেশ কয়েকবার গোল বাঁচান স্পেনের গোলরক্ষক উনাই সিমন। ৭৭ মিনিটে ফুলক্রুগের শট পোস্টে লাগে। ৮৯ মিনিটে গোল করে জার্মানিকে সমতা ফেরান উইর্টজ। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ১১৯ মিনিটে মেরিনো দুরন্ত হেডে ২-১-এ জয় নিশ্চিত হয় স্পেনের। আর গত ইউরো ও বিশ্বকাপের পর আবার হতাশাই সঙ্গী হলো জার্মানির।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা