১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নীড়ের চ্যাম্পিয়নশিপ জিয়াকে উৎসর্গ

-

গতকাল বিকেল ৪টায় জাতীয় দাবায় শেষ রাউন্ডে ফিদে মাস্টার নীড় রাজবাড়ীর অমিত বিক্রমের মুখোমুখি হয়েছিলেন। ফেডারেশন জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকালের অসমাপ্ত ও শেষ রাউন্ডের খেলা দুই-তিন দিন স্থগিত করেছে। নীড় আজ দুপুরে কলম্বোতে দু’টি টুর্নামেন্ট খেলতে যাবেন বিধায় গতকাল শুধুই নীড়ের বোর্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে। নীড়-অমিত দু’জনই ড্র মেনে নিয়ে খেলা শেষ করেছেন। এতে ১৩ রাউন্ড শেষে নীড় ১০ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে। অন্য প্রতিযোগীদের ১০ পয়েন্ট অর্জন করা সম্ভব নয়, ফলে নীড় জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন। নবম শ্রেণী পড়ুয়া এ শিক্ষার্থী জানান, ‘একটুও আনন্দ লাগছে না। স্যার (জিয়া) আমাদের রেখে চলে গেলেন। খুবই খারাপ লাগছে, চ্যাম্পিয়নের কোনো স্বাদই নেই। আমার এই চ্যাম্পিয়নশিপ স্যারকে উৎসর্গ করলাম।’

 


আরো সংবাদ



premium cement