১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নবাবপুর জয়ী

-

বসুন্ধরা গ্রুপ সিনিয়র ডিভিশন ফুটবলে গতকাল জয় পেয়েছে নবাবপুর ক্রীড়া চক্র। তাদের ২-১ গোলে জয় মহাখালী একাদশের বিপক্ষে।
নবাবপুরের তরিকুল ৫ মিনিটে ও হাবিবুল্লাহ ৭২ মিনিটে গোল করেন। মহাখালীর আপন চন্দ্র ৬৭ মিনিটে সমত এনেছিলেন। ম্যাচে লাল কার্ড পান নবাবপুরের একরামুল। অন্য দুই ম্যাচে ইস্টএন্ড ক্লাব গোলশূন্যতে বাড্ডা জাগরণীর সাথে ও টিএন্ডটি ক্লাব গোলশূন্য ড্র করে বাংলাদেশ বয়েজের সাথে।

 


আরো সংবাদ



premium cement