সেমিতে চোখ তুরস্ক ও নেদারল্যান্ডসের
- ক্রীড়া ডেস্ক
- ০৬ জুলাই ২০২৪, ০০:০০
১৯৮৮ সালে প্রথম ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শিরোপা জয় করেছিল নেদারল্যান্ডস। ওই দলের খেলোয়াড় রোনাল্ড কোম্যান বর্তমানে দলটির কোচ। কিন্তু শিরোপা জয় ছিল সেই প্রথম ও শেষ। অন্য দিকে এ নিয়ে চতুর্থবার ও ২০০৮ সালের পর কোয়ার্টার ফাইনালে তুরস্ক। কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে তুরস্ক ও নেদারল্যান্ডস। বাংলাদেশ সময় রাত ১টায় জার্মানির বার্লিনে হবে ম্যাচটি।
নেদারল্যান্ডসের মূল ভরসা উঠতে তারকা কোডি গাকপো। ইংলিশ প্রিমিয়ার ক্লাব লিভারপুলের হয়ে নিজেকে মেলে ধরতে না পারলেও জাতীয় দলে অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি। যে কারণে তুরস্কের বিপক্ষে শেষ আটের লড়াইয়ে ডাচদের জন্য অন্যতম আস্থার নাম হয়ে উঠেছেন গাকপো। এবারের আসরে তিন গোল করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।
অন্য দিকে তুরস্ককে এগিয়ে নেয়ার মূল অস্ত্র রিয়াল মাদ্রিদের অ্যাটাকার আরদা গুলার।
তুরস্ক ও নেদারল্যান্ডস এখন পর্যন্ত একে অপরের মোকাবেলা করেছে ১৪ বার। ডাচরা ছয় ম্যাচে জয়ী। আর ৪টি ম্যাচ ড্র ও ৪ ম্যাচে জয় পেয়েছে তুরস্ক। আজকের ম্যাচ জয়ে সেমিতে জায়গা করে নিতে চায় দুই দলই।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা