১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রোলানদোর পেনাল্টি মিসে নায়ক কস্তা

গোলরক্ষককে জড়িয়ে ধরেছেন রোনালদো। উপরে ডানে টাইব্রেকারে ৩ শট ঠেকানো দিয়েগো কস্তা। নিচে পেনাল্টি মিসের পর কাঁদছেন রোনালদো : গোলডটকম -

ম্যাচ শেষে ক্রিশ্চিয়ানো রোনালদোর ঘোষণা, এটিই তার শেষ ইউরো।’ বয়স যা হয়েছে তাতে এই ঘোষণা দেয়ার এখনই সময়। তবে গত পরশুই এই পর্তুগাল রাজপুত্রের শেষ ইউরোর ম্যাচ হতো হতো যদি টাইব্রেকারে দিয়েগো কস্তা বীরের বেশে আবির্ভূত না হতেন। পেনাল্টি শ্যুট আউটে এই গোলরক্ষক প্রথম তিন শটই ঠেকিয়ে দেন। তাতেই ২০১৬ এর ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল এখনো আছে শিরোপার আশায়। গোলশূন্য ১২০ মিনিট শেষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে টাইব্রেকারে স্লোভেনিয়াকে ৩-০ গোলে হারিয়ে রবাতো মার্টিনেজের দল এখন কোয়াটর্’ারে। পরশু অপর ম্যাচে ফ্রান্স ১-০তে হারায় বেলজিয়ামকে। কোয়ার্টারে ফ্রান্সের মুখোমুখি পর্তুগাল।
যদি স্লোভেনিয়ার কাছে হেরে বিদায় নিত পর্তুগাল তাহলে নিশ্চিত সব তীরেই বিদ্ধ হতেন রোলানদো। নিজের হাতে আর্মব্যান্ড নিয়ে চলমান ইউরোতে কোনো গোল করতে পারেননি এবার। পরশু সেই সুযোগও নষ্ট করলেন একের পর এক। গোলরক্ষককে একা পেয়ের গোল করতে ব্যর্থ। শূন্যে লাফিয়েও বলে মাথা লাগাতে পারেননি। ফ্রি-কিক ক্রস বারে বাতাস দিয়ে যায়। ফলে তার এই ব্যর্থতায় স্লোভেনিয়ার বিপক্ষে একচেটিয়া খেলেও ৯০ মিনিটে গোল করতে পারেন পর্তুগাল। ফলে খেলা অতিরিক্ত সময়ে গড়ালে এর প্রথমার্ধে (১০৫ মিনিটে) পেনাল্টি পায় পর্তুগাল। ফাউল থেকে ভিএআর দেখে স্পট কিকের নির্দেশ রেফারির। স্বভাবতই পেনাল্টি নিতে আসেন রোলানদো। কিন্তু তাকে হতাশায় ডুবিয়ে বাম দিকে পুরো শরীর ফেলে সেই বল রুখে দেন গোলরক্ষক ইয়ান ওবলাক। বল তার হাতের ছোঁয়া নিয়ে পোস্টে লেগে স্লোভাকিয়ান সমর্থকদের উল্লাসে মাতায়।
গোলটি হলে হয়তো খেলা আর অতিরিক্ত টাইব্রেকারে যেত না। তাই অতিরিক্ত সময়ের বিরতিতে পেনাল্টি মিস করে বাচ্চা মানুষের মতো কেঁদেছেন সৌদি লিগ আল নাসরের এই তারকা। তিনি হয়তো ধরেই নিয়েছেন এই মিসের চড়া মূল্য দিতে হবে এই ম্যাচে হেরে। যার দায়টা তাকেই নিতে হবে। যদিও তাকে সান্ত্বনা দিকে থাকেন সতীর্থরা। উল্লেখ্য, পেনাল্টিতে গোল করতে পারলে তা হতো রোলানদোর শীর্ষপর্যায়ে দেড়শ’তম গোল। অথচ আগের ১৩ পেনাল্টির সব ক’টিতেই গোল তার।
এর মধ্যে ১১৫ মিনিটে গোলরক্ষক দিয়েগো কস্তা দুর্দান্ত একটি হার থেকে রক্ষা করে পর্তুগালকে। ফলে জয় নির্ধারণের জন্য টাইব্রেকারের আশ্রয়। এই স্পট কিকে ঠিকই দলের প্রথম শটে গোল রোলানদোর। এবার ওবলাককে ডান দিক দিয়ে পরাস্ত করেন। এতে ১-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল। তবে গোল দিয়ে উল্লাস নয়; বরং দর্শকদের উদ্দেশ্যে করজোড় করে ক্ষমা চান তিনি। তা আগের পেনাল্টি মিসের জন্যই। টাইব্রেকারের বাকিটা কস্তা ময়। স্লোভেনিয়ানদের ইলিচিচ, ভালকোভেচ, ভারবিচের শট ডানে ও বামে ডাইভ মেরে রুখে দেন তিনি। অন্য দিকে রোনালদোর পর ব্রুনো ফার্নান্দেজ, বেনার্ড সিলভা গোল করায় কোয়ার্টারে ওঠে পর্তুগাল। বিদায় গ্রুপ পর্বে সব ম্যাচ ড্র করা এবং দ্বিতীয় রাউন্ডে ১২০ মিনিটে গোল না খাওয়া এবং প্রথম দ্বিতীয় রাউন্ডে ওঠা স্লোভেনিয়ার।


আরো সংবাদ



premium cement