কলম্বিয়া বাধা কি টপকাতে পারবে ব্রাজিল
- ক্রীড়া ডেস্ক
- ০২ জুলাই ২০২৪, ০০:৫৭
কোপা আমেরিকায় ‘এ’ ও ‘বি’ গ্রুপের সব ম্যাচ শেষে মিলেছে কোয়ার্টার ফাইনালের সমীকরণও। কিন্তু ‘সি’ ও ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচ এখনো বাকি। ‘সি’ গ্রুপের ম্যাচে আজ সকালে খেলবে যুক্তরাষ্ট্র-উরুগুয়ে ও বলিভিয়া-পানামা। ল্যাটিন অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ‘ডি’ গ্রুপের ম্যাচ দু’টি হবে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায়। যেখানে ৯ বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ আসরের একবার শিরোপা পাওয়া কলম্বিয়া। একবারের চ্যাম্পিয়ন প্যারাগুয়ের প্রতিপক্ষ কনকাকাফ অঞ্চলের দল কোস্টারিকা। গ্রুপ থেকে ইতোমধ্যেই ছিটকে গেছে প্যারাগুয়ে। কলম্বিয়া ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে, ব্রাজিল ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ও ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কোস্টারিকা। ২০১৯ আসরে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয় করে ব্রাজিল। ২০২১ সালে এই আর্জেন্টিনার কাছে হেরে ট্রফি হাতছাড়া হয়েছিল ৯ বার কোপা জয়ীদের। এবার শিরোপা পুনরুদ্ধারের মিশনে এসে নড়বড়ে শুরু ছিল নেইমারবিহীন দলটির। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্র’য়ের পর দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলে জয়ে ঘুরে দাঁড়ায় সেলেকাওরা। সেই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স ছিল ভিনিসিয়াস জুনিয়ারের। কিন্তু সেই ম্যাচ এক হলুদ কার্ড পাওয়া কলম্বিয়ার বিপক্ষে বেঞ্চে থাকতে পারেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। তার সতীর্থ এডের মিলিতাও রয়েছেন এই তালিকায়। কলম্বিয়ার বিপক্ষে কালকের ম্যাচে অন্তত এক পয়েন্ট নিয়ে টানা তৃতীয়বারের মতো নকআউট পর্বে জায়গা করে নিতে পারে ব্রাজিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা