১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পুরুষ ও মহিলা দল জয়ী

-

ঢাকা ও আসাম হ্যান্ডবল সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয় বাংলাদেশের দল গুলোর। গতকাল ক্যাপ্টেন (অব:) মনুসর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে বাংলাদেশ পুরুষ দল ৩৩-১৮ গোলে হারায় আসামকে। সেরা খেলোয়াড় হয়েছেন স্বাগতিক দলের মুন্সী ওমর ফারুক। মহিলা বিভাগে পুলিশ হ্যান্ডবল দল ২৬-১৩ গোলে হারায় আসাম হ্যান্ডবল দলকে। সেরা হয়েছেন আসামের হেমলতা। এর আগে পরশু প্রথম ম্যাচে ঢাকা হ্যান্ডবল দল ৪৭-২৪ গোলে আসাম দলকে হারায়। মহিলা বিভাগে ঢাকা দলের জয় ছিল ৩৫-২৯ গোলে। আজ সিরিজের শেষ ম্যাচ।

 


আরো সংবাদ



premium cement