ইউরোতে আজ মাঠে নামছে ফ্রান্স-বেলজিয়াম পর্তুগাল-স্লোভেনিয়া
- ক্রীড়া ডেস্ক
- ০১ জুলাই ২০২৪, ০০:০৫
ইউরো চ্যাম্পিয়নশিপে আজ দিবাগত রাত ১০টায় ডাসেলডর্ফে শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে ফ্রান্স। গ্রুপ পর্বে এই দুই দলের কোনোটিই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। ‘ডি’ গ্রুপে পোল্যান্ডের সাথে শেষ ম্যাচে ড্র করে দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্বে উঠেছে ফেবারিট ফ্রান্স। ইউক্রেনের সাথে শেষ ম্যাচে ড্র করে কোনোমতে পরের রাউন্ডে বেলজিয়ামও। নকআউট পর্বে মুখোমুখি এই দুই দলের সামনে তাই স্বরূপে ফেরার চ্যালেঞ্জ। দিনের অন্য ম্যাচে রাত ১টায় ২০১৬ আসরের চ্যাম্পিয়ন পর্তুগালের প্রতিপক্ষ স্লোভেনিয়া। ক্রিশ্চিয়ানো রোনালদোর দল গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিস্ময়করভাবে ২-০ গোলে হেরেছিল জর্জিয়ার কাছে। সেই অঘটন আর হতে দিতে চায় না সিআর সেভেনের দল। তবে এই ম্যাচে প্রথমবারের মতো নকআউট পর্ব নিশ্চিত করা স্লোভেনিয়াকে মোটেই খাটো করে দেখছে না পর্তুগাল।
এক জয় ও দুই ড্রয়ে ‘ডি’ গ্রুপ পর্ব শেষ করা ফ্রান্সের আক্রমণভাগ ছিল ধারহীন। সরাসরি আক্রমণ থেকে একটি গোলও এ পর্বে পায়নি দিদিয়ে দেশমের দল। অথচ কিলিয়ান এমবাপ্পে, অ্যান্তনিও গ্রিজম্যানের মতো তারকা রয়েছে দলটির আক্রমণভাগে।
বছর দুয়েক আগেও ফিফা র্যাংকিংয়ে শীর্ষে থাকা বেলজিয়াম দলে কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকুর মতো অভিজ্ঞদের উপস্থিতিতে যুদ্ধ জয় করতে ঘাম ছুটে গেছে তাদের। ডুসেলডর্ফে তাই নি®প্রভতার খোলস থেকে বেরিয়ে আসার চ্যালেঞ্জ ফ্রান্স ও বেলজিয়ামের সামনে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা