মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টারে ভেনেজুয়েলা
- ক্রীড়া ডেস্ক
- ২৮ জুন ২০২৪, ০০:০৫
কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে ভেনেজুয়েলা। মেক্সিকোকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লাটিন অঞ্চল থেকে বিশ্বকাপে কখনো সুযোগ না পাওয়া দেশটি। নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে দুই ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে শেষ আটে ভেনেজুয়েলা। দিনের প্রথম ম্যাচে ভোর ৪টায় ইকুয়েডরের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে জ্যামাইকা। এই পরাজয়ে গ্রুপ ‘বি’র তলানির দল হিসেবে গ্রুপ পর্ব থেকেই অনেকটা বিদায় নিশ্চিত কনকাকাফ অঞ্চলের দেশটির।
ল্যাটিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে দ্বিতীয় ম্যাচে আগামীকাল মাঠে নামবে ব্রাজিল। সকাল ৭টায় শুরু হতে যাওয়া ম্যাচে তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ের। এর আগে ভোর ৪টায় মাঠে নামবে কলম্বিয়া ও কোস্টারিকা। সেলেকাওরা প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্র করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা